• ‌‌শ্রীরামপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত অন্তত তিন, আহত এক...
    আজকাল | ০৯ মে ২০২৪
  • মিল্টন সেন, হুগলি:‌ মর্মান্তিক! আবারও সেই বেপরোয়া লরি। এবারে পেছন থেকে ধাক্কা মেরে যাত্রী সহ টোটোকে পিষে দিল লরি। ঘটনার জেরে অবরুদ্ধ দিল্লি রোড। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে শ্রীরামপুরের বাঙ্গিহাটিতে দিল্লি রোডের উপর। ঘটনায় মৃত্যু হয়েছে তিন যাত্রীর। আহত এক জনকে কলকাতায় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মৃত তিন যাত্রী লক্ষ্মী সিং (৪০), ঋতিকা সিং (১৬) এবং টোটো চালক শেখ হাসমত আলি। গুরুতর আহত নিধি সিং (৯)–কে শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে কলকাতা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। জানা গেছে, এদিন সকালে শ্রীরামপুরের দিক থেকে কোন্নগরের দিকে যাচ্ছিল টোটোটি। পিছন থেকে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে ধাক্কা মারে যাত্রীবোঝাই টোটোতে। ধাক্কা মেরে নিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে পিষে দেয় টোটোকে। এরপরই উত্তেজিত জনতা ঘাতক লরি সহ কয়েকটি লরিতে ভাঙচুর চালায়। দিল্লি রোড অবরুদ্ধ হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশকে বিক্ষোভের মুখে পড়তে হয়। বেপরোয়া লরি চালানোর ফলে এই দুর্ঘটনা বলে অভিযোগ। দুর্ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান চন্দননগর কমিশনারেটের উচ্চপদস্থ কর্তারা। ঘাতক লরি ও চালককে আটক করেছে পুলিশ। ছবি:‌ পার্থ রাহা‌
  • Link to this news (আজকাল)