• ঝড়বৃষ্টি বৃহস্পতিবারও জারি থাকবে রাজ্যে, শুক্রবার বাড়বে পরিমাণ...
    আজকাল | ০৯ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ টানা বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমেছে। এরই মধ্যে হাওয়া অফিস জানাল, বৃহস্পতিবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। এদিন, বীরভূম ও মুর্শিদাবাদে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। কলকাতাতেও রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দক্ষিণের সাত জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ। শনিবার ভাসবে কলকাতা। উত্তরেও চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। শুক্রবার ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। শনি ও রবি থাকছে হলুদ সতর্কতা। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার ঝড়বৃষ্টি সবচেয়ে বেশি হবে। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া হইতে পারে এই জেলাগুলিতে। শুক্রবার দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। শনিবার কলকাতায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। রবিবার অবধি রাজ্যে চলবে ঝড়বৃষ্টি। এদিকে টানা বৃষ্টির জেরে কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুটোই কমেছে। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬.‌২ ডিগ্রি সেলসিয়াস। ‌
  • Link to this news (আজকাল)