• আজ সিসিটিভি ফুটেজ দেখাবেন রাজ্যপাল
    দৈনিক স্টেটসম্যান | ০৯ মে ২০২৪
  • নিজস্ব প্রতিনিধিন?   যে অভিযোগ ঘিরে সর্বভারতীয় মহল সরগরম, সেই ইসু্যতে এবার জনতার আদালতে নিজের বিচার চান বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ তাঁর বিরুদ্ধে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে৷ যার পরিপ্রেক্ষিতে রাজ্যপালকে রাজভবনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করার চ্যালেঞ্জ জানিয়েছিল রাজ্যের শাসকদল তৃণমূল৷ বুধবার রাজভবন জানায়, ‘ওই সিসিটিভি ফুটেজ তারা প্রকাশ করবে৷ তবে সবার জন্য নয়৷ রাজভবনের জারি করা বিবৃতি অনুযায়ী পশ্চিমবঙ্গের যেকোনও নাগরিক ওই সিসিটিভি ফুটেজ দেখতে পারলেও পারবেন না দু?পক্ষ? এক রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুই তাঁর পুলিশ৷’
    এদিন রাজ ভবনের তরফে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে এ সংক্রান্ত একটি লিখিত ঘোষণা প্রকাশ করা হয়েছে৷ তাতে জানানো হয়েছেন একটি অনুষ্ঠানের মাধ্যমে বাংলার যেকোনও প্রান্তের যে কোনও ইচ্ছুক নাগরিক ওই সিসিটিভি ফুটেজ দেখার জন্য নিজের নাম নথিভুক্ত করাতে পারেন৷ ওই অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছেন স্বয়ং রাজ্যপাল বোসই৷ অনুষ্ঠানের নাম ?সচ কা সামনে? যাঁর বাংলা তর্জমা ?সত্যের মুখোমুখি হওয়া?৷ রাজ ভবনের তরফে ওই ঘোষণায় বলা হয়েছেন এই ফুটেজ দেখানোর সিদ্ধান্ত এই জন্যই নেওয়া হয়েছেন যাতে এমনটা না মনে হয় যেন রাজ ভবন ওই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনতে চাইছে না৷ কিন্ত্ত রাজভবন এবং রাজ্যপালের বিরুদ্ধে ওঠা ?অসত্য? অভিযোগ নিয়ে রাজনীতিবিদ মমতা এবং তাঁর পুলিশ যে অবস্থান নিয়েছেনন তাতে তাঁদের ওই ফুটেজ দেখানো হবে না৷ রাজভবনের তরফে জানানো হয়েছেন যাঁরা ওই সিসিটিভি ফুটেজ দেখতে চানন তাঁরা রাজভবনে ইমেল পাঠাতে পারেন৷
    [email
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)