ড: দেবী শেঠিকে দেখাবেন? অ্যাপয়েন্টমেন্টের জন্য কোথায় যোগাযোগ? জানুন
এই সময় | ০৯ মে ২০২৪
ভারতের জনপ্রিয়তম হৃদরোগ বিশেষজ্ঞ। প্রথিতযশা চিকিৎসকদের মধ্যে তিনি অন্যতম। তাবড় সেলেবদের চিকিৎসা করা পদ্মভূষণ প্রাপক সেই ড: দেবী শেঠির অ্যাপয়ন্টমেন্ট পেতে মুখিয়ে থাকেন সকলেই। জানেন কী ভাবে পেতে পারেন বিখ্যাত এই চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট?ন্যূনতম খরচে উন্নতমানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ড: দেবী শেঠিতে পদ্মভূষণ সম্মানে ভূষিত করেছে ভারত সরকার। রোগীদের কাছে এই হৃদরোগ বিশেষজ্ঞ কার্যত 'ম্যাজিশিয়ান'। মেডিক্যাল সায়েন্স তাঁর ট্রিটমেন্ট একের পর এক রোগীকে নয়া জীবনদান করেছে। কার্যত অসাধ্য সাধন করে দেখিয়েছেন এই জনপ্রিয় ডাক্তার। ফলে ড: দেবী শেঠিকে ভগবান বলেই মনে করেন রোগীরা। একবার তাঁর অ্যাপয়েন্টমেন্ট পেলে জটিল থেকে জটিলতর সমস্যা মিটে যাবে বলেই বিশ্বাস করেন রোগীরা। অনেকেই চান তাঁর থেকে চিকিৎসা করাতে। কিন্তু, এত বড় মাপের চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কি মুখের কথা?
কী ভাবে মিলবে দেবী শেঠির অ্যাপয়েন্টমেন্ট?কারওই অজানা নয়, ড: দেবী শেঠি নায়ারণা হেলথের চেয়ারম্যান। তাঁর অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত যাবতীয় সমস্ত তথ্য পাওয়া যায় এই সংস্থার ওয়েবসাইটে। narayanahealth.org-তে গিয়ে https://internationalpatientcare.narayanahealth.org/enquire-about-appointment-dr-devi-prasad-shetty বিভাগে ক্লিক করতে হবে।
ড: দেবী শেঠির অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য, প্রশ্নের জন্য info.international@nhhospitals.org-এই ইমেল আইডিতে মেল করা যাবে। এ ছাড়াও ভিডিয়ো কনসাল্টেশনের মাধ্যমেও এই চিকিৎসকের থেকে পরামর্শ পাওয়া যায়। তার জন্য https://narayana.health/ocaapp/video-consult/doctors/specialty/cardiacsciences সাইটটিতে লগ ইন করতে হবে। পাশাপাশি, Narayana health-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেবী প্রসাদ শেঠির অ্যাপয়েন্টমেন্টের জন্য Enquire now বলে একটি অপশন পাবেন। সেখানে নিজের নাম, ইমেল, মোবাইল নম্বর, কোন শহরের বাসিন্দা এবং কোন হাসপাতালে দেখাতে চান এই যাবতীয় তথ্য দিয়ে Submit অপশনে ক্লিক করলেই অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
অন্যদিকে, সরাসরি ড: দেবী শেঠির সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে প্রথম নারায়ণা হেলথের আওতায় থাকা হাসপাতালগুলির যে কোনও একজন কার্ডিওলজিস্টকে দেখাতে হবে। যে কোনও শহরের নারায়ণা হাসপাতাল থেকেই কার্ডিওলজিস্ট দেখানো যাবে। তাঁর পরামর্শ মোতাবেক এরপর ড: দেবী শেঠির সঙ্গে কনসাল্ট করা যাবে। সে ক্ষেত্রে শারীরিক পরিস্থিতি এবং মেডিক্যাল হিস্ট্রি দেখে তবেই সেই রোগীকে ড: দেবী শেঠির কাছে পাঠানোর সিদ্ধান্ত নেয় একটি বিশেষজ্ঞ টিম। ভিন্ন শহর থেকে ড: দেবী প্রসাদ শেঠির ভিডিয়ো কনসাল্টেশনের অপশনও থাকে।