• কেশপুরে খুনের আশঙ্কা! দেবের বিরুদ্ধেই পুলিশে অভিযোগ বিজেপির
    এই সময় | ০৯ মে ২০২৪
  • আগামী ১০ থেকে ২০ তারিখের মধ্যে কেশপুরে খুন হতে পারে বলে বিস্ফোরক দাবি করেছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী তথা অভিনেতা দেব। আর তাঁর সেই মন্তব্যের প্রেক্ষিতে শোরগোল পড়ে গিয়েছে গোটা কেশপুরে। এবার দেবের বিরুদ্ধে কেশপুরের অন্তর্গত আনন্দপুর থানায় অভিযোগ জানাল বিজেপি।ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে কেশপুরের অন্তর্গত আনন্দপুর থানায় অভিযোগ জানাল বিজেপি। ভারতীয় জনতা পার্টির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ এই অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, গত ৭ মার্চ দেব যে ভাবে বলেছেন যে আগামী ১০-২০ তারিখের মধ্যে বিজেপি কর্মী খুন হবেন, তার জেরে বিজেপি কর্মীরা ভীত সন্ত্রস্ত এবং আতঙ্কে রয়েছেন। আগামী ২৫ মে ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। দেবের এই মন্তব্যের পরে আর কোনও বিজেপি কর্মী ভয়ে বাড়ি থেকে বেরোতে সাহস পাচ্ছেন না।

    এক্ষেত্রে যদিও এর মধ্যে কেশপুর বিধানসভা এলাকায় কোনও বিজেপি কর্মী মারা যান তাহলে ব্যাপক গণ্ডপোল এবং আইনশৃঙ্খলার অবনতি আশঙ্কা করছে বিজেপি। তাই তন্ময় ঘোষের দাবি, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হোক এবং ভোট যাতে শান্তিপূর্ণ ভাবে হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হোক। বিজেপির আরও আশঙ্কা, দেব যে মন্তব্য করেছেন তা থেকে রাজনৈতিক ফায়দা তোলার জন্য গুজব ছড়ানো হতে পারে। সেক্ষেত্রে পুলিশের কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিজেপি। একইসঙ্গে অভিযোগপত্রটি জমা দিয়ে FIR রুজুর আবেদনও জানিয়েছে গেরুয়া শিবির।

    দেবের বিরুদ্ধে অভিযোগ

    প্রসঙ্গত এর আগে দেব বলেন, 'বিজেপির প্রার্থী এবং বিজেপি দল জেতার জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের কাছে খবর রয়েছে, কেশপুরে তারা নিজেদের লোককে মেরে সেই দোষ তৃণমূলের লেকেদের উপরে দিয়ে ভোট করানোর চেষ্টা করবে। ওরা বুঝতে পেরেছে যে জেতার কোনও রাস্তা নেই। ১০ থেকে ২০ তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান করছে ওরা। আমি আগে থেকে জানিয়ে রাখছি যে এমন একটা ঘটনা কেশপুরে হতে চলেছে। সংবাদমাধ্যমের দ্বারা আমি আগাম জানিয়ে রাখলাম প্রশাসন ও কমিশনের কাছে।'

    প্রসঙ্গত, এবারে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে ফের একবার দেবকে প্রার্থী করেছে তৃণমূল। অন্যদিকে দেবের বিরুদ্ধে বিধায়ক তথা অপর এক অভিনেতা হিরণকে প্রার্থী করেছে বিজেপি। উভয় প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই জমে উঠেছে ঘাটাল লোকসভা কেন্দ্রের লড়াই। তার মাঝে দেবের এই মন্তব্য এলাকার রাজনৈতিক উত্তাপ যেন আরও খানিকটা চড়িয়ে দিয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।
  • Link to this news (এই সময়)