• আপ গোবরডাঙা লোকালের চাকায় ধোঁয়া-পোড়া গন্ধ, ব্যাপক আতঙ্ক
    এই সময় | ১০ মে ২০২৪
  • আপ গোবরডাঙা লোকালে ধোঁয়া। যার ফলে দাঁড়িয়ে গেল অশোকনগর স্টেশনে। পোড়া গন্ধ বের হতে থাকে। যার ফলে অশোকনগর স্টেশনেই দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেল কর্মীরা। আতঙ্কে ট্রেনের কামরা থেকে নেমে যান যাত্রীদের একাংশ। গোটা ঘটনার জেরে স্টেশন চত্বরে ছড়ায় চাঞ্চল্য। ট্রেন দাঁড়িয়ে পড়ায় অফিস ফেরতা পথে সমস্যার মধ্যে পড়তে হয় যাত্রীদের।জানা না গিয়েছে, এদিন আপ গোবরডাঙা লোকাল অশোকনগর স্টেশনে ঢোকার পরেই পোড়া গন্ধ পান যাত্রীরা। ট্রেনের ৪ নম্বর বগির চাকায় ধোঁয়াও দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর যায় রেল কর্তৃপক্ষের কাছে। রেলের তরফে মাইকে ঘোষণা করে চালক ও গার্ডের দৃষ্টি আকর্ষণ করা হয়। একইসঙ্গে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখা শুরু করেন। প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে রাখা হয় ট্রেনটিকে।

    এদিকে এই ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে অন্যান্য বগির যাত্রীদের মধ্যও। তড়িঘড়ি আতঙ্কে ট্রেন থেকে নামতে শুরু করেন যাত্রীরা। গোটা প্ল্যাটফর্ম চত্বরে কার্যত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও যাত্রীদের আতঙ্কিত না হওয়ার বার্তাই দেন রেলকর্মীরা। ট্রেনটি পরীক্ষা করে দেখা যায়, ব্রেকের অংশে আগুনের ফুলকি বের হচ্ছে।

    এদিকে এদিন দুপুর থেকেই শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাত। দফায় দফায় চলেছে বৃষ্টি। সন্ধেবেলাতেও সেই বৃষ্টি অব্যাহত থেকেছে। আর দুপুর থেকে বৃষ্টির ফলে খুব স্বাভাবিকভাবেই যানবাহনের গতি শ্লথ হয়ে পড়ে। বিভিন্ন রাস্তায় তৈরি হয় যানজট। ফলত অফিস ফেরতা বহু মানুষকেই স্টেশনে পৌঁছতে হয়রানির শিকার হতে হয়। তারপর ধোঁয়াজনিত এই বিপত্তির ফলে ট্রেন দাঁড়িয়ে যাওয়ায় সেই ভোগান্তি চরমে ওঠে।

    প্রসঙ্গত কয়েক মাস আগে পুরীগামী ধৌলি এক্সপ্রেসে ছড়ায় আগুন আতঙ্ক। জানা যায়, আন্দুল স্টেশন পার করার পর সরস্বতী নদীর উপর ১৭ নম্বর রেল ব্রিজের কাছে ধোঁয়া দেখে দাঁড়িয়ে পড়ে ধৌলি এক্সপ্রেস। ট্রেনের তৃতীয় বগির নীচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ব্রেক শু আটকে গিয়েই ওই বিপত্তি বলে জানান রেলকর্মীরা। ঘটনার জেরে ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা। সেক্ষেত্রেও খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছন রেলকর্মীরা। বিষয়টি খতিয়ে দেখেন তাঁরা। এরপর ব্রেক শু সংক্রান্ত সমস্যার সমাধান হলে ট্রেনটি ফের নিজের গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।
  • Link to this news (এই সময়)