• সন্দেশখালিকাণ্ডে বিজেপি নেত্রী মাম্পিকে তলব পুলিশের
    এই সময় | ১০ মে ২০২৪
  • নতুন করে আবারও শিরোনামে নামে উঠে এসেছে সন্দেশখালি। ভাইরাল ভিডিয়োর পর এবার সন্দেশখালির মহিলাদের একাংশ সরাসরি দাবি করেছেন যে সেখানে ধর্ষণের কোনও ঘটনা ঘটেনি। সাদা কাগজে সই করিয়ে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে বলে দাবি তাঁদের। ঘটনায় উঠে এসেছে বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পির নাম। এবার সেই মাম্পিকেই তলব করল পুলিশ। তবে এদিন বারাসাতের জেলা শাসকের দফতরে মনোনয়ন পেশ করতে আসা প্রার্থীর সঙ্গেই দেখা গেল এই বিজেপি নেত্রীকে।পুলিশ সূত্রে খবর, ধর্ষণের মামলা প্রত্যাহার করতে গেলে অভিযোগকারিণীদের ভয় দেখান ও হুমকি দেওয়া অভিযোগ উঠেছে মাম্পির বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই এবার মাম্পিকে তলব করল পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৪১-এ ধারায় মাম্পিকে নোটিশ পাঠানো হয়েছে। পুলিশের দাবি, গোটা ঘটনায় মাম্পিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। মাম্পি যদিও এদিন হুমকির অভিযোগ অস্বীকার করেন।

    ঠিক কী বলছেন সন্দেশখালির মহিলারা?প্রসঙ্গত, মিতা মাইতি নামে এক মহিলা ইতিমধ্যেই দাবি করেছেন, ধর্ষণের অভিযোগ সম্পূর্ণই 'মিথ্যা'। ওই মহিলা বলেন, 'রেখা শর্মা যেদিন এসেছিলেন, সেদিন কার কার অভিযোগ রয়েছে জানতে চাওয়া হয়। একটা সাদা কাগজ দিয়ে বলল সই করতে হবে। সই করে বাড়ি ফিরে গিয়েছিলাম। ৪ থেকে ৫ দিন পর থানা থেকে একটি নোটিশ যায়। তখন জানতে পারলাম যে আমরা ধর্ষণের অভিযোগ করেছি। কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যে, ওইরকম কিছু ঘটেইনি।' তিনি সরাসরি পিয়ালী দাস ওরফে মাম্পির নামে অভিযোগ তোলেন।

    মিতা মাইতি দাবি করেন, পিয়ালী এক সময় আন্দেলন করতেন, বর্তমানে বিজেপি করেন। মিথ্যা বলে তাঁদের ফাঁসানোর জন্য পিয়ালীর শাস্তি দাবি করেন মিতা। এমনকী এখন তাঁরা অভিযোগ প্রত্যাহার করতে চাইলে পালটা হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন মিতা মাইতি।

    কয়েকদিন আগেই প্রকাশিত প্রথম ভিডিয়োপ্রসঙ্গতি, সম্প্রতি সন্দেশখালির একটি স্টিং অপারেশনের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, যা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্য রাজনীতিজুড়ে। ৩২ মিনিট ৪২ সেকেন্ডের সেই ভিডিয়োর কোনওরকম সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। সেই ভিডিয়োয় এলাকার বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিয়েছে যে, সন্দেশখালিতে টাকার বিনিময়ে তৃণমূল নেতাদের নামে ধর্ষণের 'মিথ্যে' অভিযোগ দায়ের করানো হয়েছে। যদিও বিজেপি অবশ্য সেই দাবি অস্বীকার করেছে।
  • Link to this news (এই সময়)