• ইতিহাসের সবচেয়ে উষ্ণতম এপ্রিল দেখল বিশ্ব
    আজকাল | ১০ মে ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ ইতিহাসের সবচেয়ে উষ্ণতম এপ্রিল দেখল বিশ্ব। একই সঙ্গে তাপমাত্রা রেকর্ড তালিকায় ২০২৪ সালের প্রতিটি মাস আগের বছরগুলোর সেই মাসের তুলনায় গ্রহের সবচেয়ে উষ্ণতম হিসেবে রেকর্ড গড়েছে। এই তথ্য জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু বিষয়ক সংস্থা কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস। জানা গেছে, ২০২৩ সালের জুনের পর থেকে প্রতিটি মাস আগের বছরের সেই মাসের তুলনায় গ্রহের সবচেয়ে উষ্ণতম ছিল। সি৩এসের ডেটাসেটে থাকা ১৯৪০ সালের অন্যান্য ডেটার সঙ্গে ক্রস চেক করে এপ্রিল মাসকে সবচেয়ে উষ্ণ এপ্রিল বলে ঘোষণা করেন বিজ্ঞানীরা। সাম্প্রতিককালে জলবায়ুর এল নিনোর প্রভাবেও গোটা বিশ্বে তাপমাত্রা বেড়েছে। জলবায়ুর এই ঘটনা পূর্ব প্রশান্ত মহাসাগরের ভূপৃষ্ঠের জলকে অস্বাভাবিকভাবে উষ্ণ করে তুলেছে। সি৩এস জানিয়েছে, মনুষ্যসৃষ্ট কারণে বিশ্বের জলবায়ু এতটা উষ্ণ হয়ে পড়েছে। জলবায়ুর এই পরিবর্তনের প্রধান কারণ হিসেবে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে নির্গমন হওয়া গ্রিনহাউস গ্যাসকে দায়ী করেছেন বিজ্ঞানীরা। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্বন নির্গমন কমানোর কথা বলা হয়েছে। ‌
  • Link to this news (আজকাল)