• লখনউয়ের বাকি দুই ম্যাচের আগেই নেতৃত্ব ছাড়বেন রাহুল'
    আজকাল | ১০ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: একটি ম্যাচ বদলে দিয়েছে গোটা পরিস্থিতি। লখনউ সুপার জায়ান্টসের নেতৃত্ব ছাড়তে পারেন কেএল রাহুল। চলতি আইপিএলে আর দুটো ম্যাচ বাকি এলএসজির। কিন্তু জানা যাচ্ছে, সেই দুটো ম্যাচে অধিনায়ক হিসেবে রাহুলকে নাও দেখা যেতে পারে। দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে নামার আগেই ইস্তফা দিতে পারেন রাহুল। শোনা যাচ্ছে, স্বেচ্ছায় নেতৃত্ব ছেড়ে শেষ দুই ম্যাচে নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতে পারেন। একটি সূত্র থেকে তেমনই জানা যাচ্ছে। তিনি বলেন, "দিল্লি ম্যাচের আগে পাঁচ দিন সময় আছে। এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে রাহুল যদি নেতৃত্ব ছেড়ে নিজের ব্যাটিংয়ে ফোকাস করতে চায়, তাতে ম্যানেজমেন্ট বাধা দেবে না।" রাহুল পদত্যাগ করার সিদ্ধান্ত নিলে বাকি দুই ম্যাচে অধিনায়কের ভূমিকায় দেখা যেতে পারে নিকোলাস পুরানকে। চলতি আইপিএলে লখনউয়ের সবচেয়ে সফল ব্যাটার তিনিই। তবে এখনও কোনও কিছুই নিশ্চিত নয়। সবটাই নির্ভর করবে রাহুলের ওপর। ২০২৫ মেগা নিলামে যে তাঁকে রাখা হবে না সেটা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু চলতি আইপিএলেই অধিনায়কত্ব ছাড়ার কথা ভাবা যায়নি। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের কাছে হার যাবতীয় হিসেবে-নিকেশ বদলে দিয়েছে। অঙ্কের হিসেবে যদিও এখনও প্লে অফে যাওয়ার সম্ভাবনা আছে লখনউয়ের। দিল্লি এবং মুম্বইয়ের বিরুদ্ধে শেষ দুটো ম্যাচ জিতলে ১৬ পয়েন্টে পৌঁছবে লখনউ। তবে রানরেটে বিশাল উন্নতি করতে হবে। হায়দরাবাদের কাছে বিরাট হারে রানরেট অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। লখনউয়ের বর্তমান রানরেট -০.৭৬০। যা প্রথম চারে থাকা দলগুলির তুলনায় অনেকটাই কম। তাই শেষ দু"ম্যাচে শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে।
  • Link to this news (আজকাল)