• পাণ্ডুয়া বোমা বিস্ফোরণ কান্ডে বিহার থেকে গ্রেপ্তার আরও এক...
    আজকাল | ১০ মে ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: সম্প্রতি পাণ্ডুয়ার তিন্না নেতাজি পল্লি এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয় রাজা বিশ্বাস নামে এক কিশোরের। গুরুতর আহত হয় আরও দুই কিশোর। এরপরই ঘটনা নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই রীতা মন্ডল সরকার নামে এক মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার তিন দিনের মাথায় বোমা বিস্ফোরণ কান্ডে বিহার থেকে আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম দেবাশীষ সরকার। ওই যুবককে বিহার থেকে গ্রেপ্তার করে হুগলি গ্রামীণ পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র, প্রতারণা সহ একাধিক আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার দিন বিকেলেই আহত রুপম বল্লভের বাব সুকদেব বল্লভের অভিযোগের ভিত্তিতে রীতা মন্ডল সরকারকে গ্রেপ্তার করা হয়। রীতার বর্তমান স্বামী দেবাশীষ, বিহারের মুঙ্গের জেলার বাসিন্দা। মাস চারেক আগে শুকদেবের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দেবাশীষ সরকারের সঙ্গে বিবাহ করেন রীতা। ঘটনার দিন অর্থাৎ গত ৬ ই মে রীতা পান্ডুয়ায় ছিলেন। তাকে গ্রেপ্তার করার পর থেকেই দেবাশীষের খোঁজ শুরু করে পুলিশ। ঘটনার দিনই রীতার প্রাক্তন স্বামী সুকদেব বল্লভ তার প্রাক্তন স্ত্রী এবং তার বর্তমান স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, খুন করার উদ্দেশ্য নিয়েই নেতাজী পল্লিতে বোমা রাখা হয়েছিল। সেই বোমা বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ হয় এবং মৃত্যু হয় ওই এলাকায় মামার বাড়ি বেড়াতে আসা পাল্লা রোডের কিশোর রাজ বিশ্বাসের। গুরুতর জখম হয় তার ছেলে রুপম বল্লভ ও সৌরভ চৌধুরী। তাঁদের চিকিৎসা চলছে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে।
  • Link to this news (আজকাল)