• দু'ঘণ্টার বৈঠক, ১৫ জুনের মধ্যে দল গঠন শেষ করে ফেলতে চান ইস্টবেঙ্গল কর্তারা ...
    আজকাল | ১০ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নতুন মরশুমে ভাল দল গড়ার বিষয়ে আশাবাদী ইস্টবেঙ্গল কর্তারা। বৃহস্পতিবার বাইপাসের ধারে ইমামির অফিসে বসেছিল বোর্ড মিটিং। প্রায় দু"ঘণ্টা ধরে বৈঠক চলে। ইমামির কর্তারা ছাড়াও ছিলেন ইস্টবেঙ্গলের সভাপতি প্রণব দাশগুপ্ত, শীর্ষকর্তা দেবব্রত সরকার, সহ সচিব রূপক সাহা, ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি প্রমুখ। নতুন মরশুমের দল গঠন ছিল আলোচনার মূল বিষয়বস্তু। বাজেট বাড়ানো নিয়ে কোনও মন্তব্য করতে চাননি দেবব্রত সরকার। তবে আগামী মরশুমে ভাল দল গড়ার বিষয়ে আশ্বাস দেন। জানান, কোচের পছন্দ অনুযায়ী দল গড়া হচ্ছে। বিদেশির তালিকায় পরিবর্তন হবে। অধিকাংশ দলই ঠিক হয়ে গিয়েছে। ৪-৫ জন নতুন ফুটবলার নেওয়া বাকি আছে। জুনের ১৫ তারিখের মধ্যে দল গঠন শেষ করার বিষয়ে আশাবাদী। দেবব্রত সরকার বলেন, "আমরা ভাল দল করার বিষয়ে আশাবাদী। কোচের সঙ্গে আলোচনা করেই আমরা দল করছি। ওনার পছন্দের বিদেশির সঙ্গেই কথা বলা হচ্ছে। আমরা একজোট হয়ে এগোচ্ছি। জোরকদমে কাজ চলছে। অধিকাংশ দলই ঠিক হয়ে গিয়েছে। ৪-৫ জনকে নেওয়া বাকি। ১৫ জুনের মধ্যে দল গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলতে চাই।" আগের বছর চোট-আঘাতের জন্য মরশুমের মাঝে একাধিক বিদেশি পরিবর্তন হয়েছে। মোট ১০-১১ জন বিদেশি খেলেছে লাল হলুদ জার্সিতে। এবার ভাল মানের বিদেশি আনার আশ্বাস দেন লাল হলুদ কর্তারা। একইসঙ্গে জানান, ভাল বিদেশি আনলেও নির্দিষ্ট দিনের পারফরম্যান্সের ওপর সবকিছু নির্ভর করে। এই বিষয়ে মোহনবাগানের আইএসএল ফাইনাল হারের প্রসঙ্গ তোলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। 
  • Link to this news (আজকাল)