• Fact Check : কংগ্রেসকে ভোট দিলেই মুসলিমদের আর্থিক সাহায্য? দুবাই সংস্থার নামে ভাইরাল চিঠির সত্যতা জানুন
    এই সময় | ১০ মে ২০২৪
  • লোকসভা নির্বাচন যত এগোচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে দেশের রাজনীতি। চলছে মেরুকরণও। হিন্দু-মুসলিম ইস্যুতে সরগরম ভোটপর্ব। এর মাঝেই একাধিক খবর ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি একটি চিঠি নেটপাড়ায় ভাইরাল হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে, দুবাইয়ের এক মুসলিম সংগঠন ভারতের লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে ভোটদানকারী মুসলিমদের আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। বিষয়টি কি আদৌ সত্যি?কী ভাইরাল হয়েছে?সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া চিঠির লেটারহেডে লেখা রয়েছে, 'অ্যাসোসিয়েশন অফ সুন্নি মুসলিমস'। নীচে লেখা বিষয়টি হিন্দি এবং ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। এ ছাড়া ঠিকানা স্বরূপ #2-11th street, Khalid Bin Walid Road, Plot no. Umm Hurair One, Dubai, United Arab Emirates উল্লেখ করা হয়েছে। চিঠি প্রকাশের তারিখ উল্লেখ করা হয়েছে ২৯ এপ্রিল ২০২৪।

    চিঠিতে উল্লিখিত ইংরেজি এবং উর্দু লেখার অনুবাদ করলে দাঁড়ায়, 'অ্যাসোসিয়েশন অফ সুন্নি মুসলিম (দুবাই) কর্নাটক এবং অন্য রাজ্যে আগামী ৭ মে লোকসভা নির্বাচনে ভোটদানকারী মুসলিমদের জন্য টিকিট বুকিং এবং আগে থেকে বুক করা টিকিটের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। এর মূল উদ্দেশ্যে ভারতের নির্বাচনে ফ্যাসিবাদী শক্তিকে হারানো এবং মুসলিমদের আসল বন্ধু কংগ্রেসকে ক্ষনতায় আনা।' পাশাপাশি, চিঠিতে কর্নাটকের হুবলী, কারবার এবং শিমোগা জেলার মানুষদের জন্য তিনটি আলাদা মোবাইল নম্বরও উল্লেখ করা রয়েছে।'

    অনুসন্ধানএই ভাইরাল চিঠিটির সত্যতা যাচাই করেছে নিউজচেকার। সর্বপ্রথম চিঠিতে উল্লিখিত মুসলিম সংগঠনটির সন্ধান করা হয়। ইন্টারনেটে অ্যাসোসিয়েশন অফ সুন্নি মুসলিম নামে দুবাইতে কোনও সংগঠনের খোঁজ মেলেনি। ভাইরাল চিঠিতে উল্লিখিত ঠিকানা থেকে সংশ্লিষ্ট সংগঠনের খোঁজ চালানো হয়। সংযুক্ত আরব আমিরশাহীর রাজধানী দুবাইতে পাকিস্তানি দূতাবাসের ঠিকানা হিসেবে পাওয়া যায় সেটি। তবে ভাইরাল চিঠিতে লেখা ফোন নম্বরটিও ভুয়ো। মহম্মদ ফৈয়াজ নামে এক ব্যক্তির সন্ধান পাওয়া যায়। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। দেখা যায় নম্বরটি কফি মেশিন প্রস্তুতকারী ডালমায়ার সংস্থার নামে রেজিস্টার্ড। সংস্থার একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেরও হদিশ মেলে। যার অ্যাকাউন্টের বায়োতে এই নম্বরটির উল্লেখ পাওয়া যায়। তাদের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, ওই উল্লিখিত সংগঠনের সঙ্গে এই সংস্থার কোনও যোগসূত্র নেই।

    সত্যিটা কী?অতএব প্রমাণিত এই ভাইরাল হওয়া চিঠিটি সম্পূর্ণ ভুয়ো। চিঠিতে উল্লিখিত সংগঠনের বাস্তবে কোনও হদিশ নেই।

    This article was originally published by Newschecker and later translated and edited by Ei Samay as per Shakti Collective.
  • Link to this news (এই সময়)