প্রচারে ঝড় দুই পাঠানের, বেলডাঙায় রোড-শোতে উপচে পড়ল ভিড়
এই সময় | ১০ মে ২০২৪
এই সময়, বেলডাঙা: দাদার হয়ে ভোট প্রচারে এলেন ভাই। দুই পাঠান ভাইকে দেখতে বেলডাঙায় তখন উপচে পড়া ভিড়। বৃহস্পতিবার বিকেলে ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন ক্রিকেটার ভাই ইরফান পাঠানকে সঙ্গে নিয়ে বেলডাঙার বড়ুয়ার মোড় থেকে রোড-শো শুরু করেন বহরমপুর লোকসভার তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। বেলডাঙার ছাপাখানা মোড-সহ বিভিন্ন এলাকা ঘুরে কাজিশা এলাকায় জনসভা করেন তিনি।ইউসুফ পাঠান আগেই জানিয়েছিলেন, আইপিএল চলায় সময় হচ্ছে না। তবে সুযোগ পেলেই ভাই ইরফান পাঠানকে প্রচারে আনবেন। কথা মতো ভাইকে নিয়ে এসে চমক দিলেন ইউসুফ। ক্রিকেটের ময়দানে একসঙ্গে ছক্কা হাকিয়ে মানুষের মন জয় করছেন দুই ভাই। আর এবার রাজনৈতিক ময়দানে মানুষের মন জয় করলেন তাঁরা। লক্ষ্য একটাই, টানা পাঁচ বারের সংসদ অধীর চৌধুরীকে পরাজিত করে তৃণমূলের জয় নিশ্চিত করা। মানুষের ভালোবাসা পেয়ে আপ্লুত দু’জনে।
ইরফান বলেন, ‘আজকের র্যালিতে এসে মনে হলো আমরা ক্রিকেটের ময়দানেই আছি। আমরা বিশ্বকাপ জিতে যখন ফিরে এসেছিলাম, তখন মানুষের এমনই ভালোবাসা পেয়েছিলাম। দাদা মানুষের কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছে সেটা অনেক বড় প্রাপ্তি। আর দাদা যত ভালোবাসা পাবে তার দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে দেবে। কারণ, দাদা মানুষের জন্য কাজ করে। সেই কাজ দেখার জন্য আমি আবার আসব।’।
৬ কিলোমিটার রোড শো শেষে ইউসুফ বলেন, ‘মানছি পাঁচবারের সাংসদের বিরুদ্ধে লড়াইটা কঠিন। তবে আমি কঠিন পরিস্থিতিতেও লড়তে জানি। চোট নিয়েও বিশ্বকাপে খেলেছি। দলকে জিতিয়েছি।’
এ দিন হেলিকপ্টারে করে এসে বহরমপুর ব্যারাক স্কোয়ারে নামেন ইরফান। মাঠের মধ্যে ভাই ইরফানকে বুকে জড়িয়ে ধরেন ইউসুফ। তারপর বহরমপুরের একটি বেসরকারি হোটেলে নিয়ে যাওয়া হয় তাঁকে। বহরমপুর পুরসভার পুরপ্রধান নাড়ুগোপাল মুখোপাধ্যায় বলেন, ‘ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন ক্রিকেটার ইরফান বহরমপুরে আসায় আমরা খুবই খুশি। নির্বাচনী প্রচারে খুব ভালো সাড়া মিলেছে।’
কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী বলেন, ‘দিদি উন্নয়নের জন্য গুজরাট থেকে যে প্রার্থী এনেছেন তাতে আমার কোনও আপত্তি নেই। তবে আমি জানতে চাই, তিনি মোদীর বিরুদ্ধে কেন কোনও কথা বলছেন না? বিলকিশ বানু নিয়ে নীরব কেন?’