• ‌ এবার আকবরপুরের নাম বদলে ফেলতে চান আদিত্যনাথ
    আজকাল | ১০ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ যোগী আদিত্যনাথের মুখে ফের শহরের নাম বদলের ইঙ্গিত। এবার আকবরপুরের নাম বদলের ইঙ্গিত দিলেন তিনি। যদিও আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর ইতিমধ্যেই এলাহাবাদ হয়ে গিয়েছে প্রয়াগরাজ। মুঘলসরাই স্টেশনের নাম বদলে গিয়েছে দীন দয়াল উপাধ্যায়ের নামে। একাধিক শহরেরও নাম বদল হয়েছে। ফৈজাবাদের নাম পরিবর্তন করে অযোধ্যা করা হয়েছে, ঝাঁসি স্টেশনের নাম বদলে হয়েছে রানি লক্ষ্মী বাঈ। এবার আরও এক শহরের নাম বদলের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ‘‌এইসব শহরের নাম উচ্চারণ করলেও মুখ বিস্বাদ হয়ে যায়। সব কিছু বদলে যাবে। আমাদের দেশ থেকে ঔপনিবেশিকতাবাদের সমস্ত চিহ্ন মুছে ফেলতে হবে। আমাদের ঐতিহ্যকে সম্মান দিতে হবে।’‌ সূত্রের খবর, আকবরপুরের নাম বদল করতে চান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর পাশাপাশি আলিগড়, আজমগড়, শাহজাহানপুর, গাজিয়াবাদ, ফিরোজাবাদ, ফারুক্কাবাদ ও মোরাদাবাদের নাম পরিবর্তন করারও প্রস্তাব আনা হয়েছে। ২০১৭ সালে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার পরই যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের একাধিক জনপ্রিয় জায়গার নাম বদল করেছেন। আলিগড়ের নামও পরিবর্তন করে হরিগড় করার প্রস্তাব আনা হয়েছে।
  • Link to this news (আজকাল)