• ‌ বরখাস্ত হওয়া কর্মীদের কাজে ফেরাচ্ছে কর্তৃপক্ষ, দাবিদাওয়া খতিয়ে দেখার আশ্বাস পেতেই পরিস্থিতি হল স্বাভাবিক ...
    আজকাল | ১০ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বরখাস্ত কর্মীদের ফের কাজে ফেরাচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃপক্ষ। ২৫ জন কেবিন ক্রুর টার্মিনেশন লেটার প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। কেবিন ক্রুরাও তাঁদের কর্মবিরতি তুলে নিতে চলেছেন। যাঁরা ছুটি নিয়েছিলেন, সকলকে কাজে যোগ দিতে বলা হয়েছে দ্রুত। প্রসঙ্গত, টাটা গ্রুপের হাতে মালিকানা বদলের পর থেকেই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীরা নানা সমস্যার কথা তুলতে থাকেন। মালিকানা বদলের পর কাজের ক্ষেত্রে নানা ‘টার্ম অ্যান্ড কন্ডিশন’–এও বদল আসে। বেতন থেকে শুরু করে কাজের শিফট, সবক্ষেত্রেই বদল আসায় সমস্যায় পড়তে হচ্ছিল পাইলট থেকে অন্যান্য কর্মীদের। তা নিয়েই ওঠে প্রতিবাদের ঝড়। প্রায় ৩০০ কেবিন ক্রু বসে যাওয়ায় বিমান পরিষেবাও ব্যাহত হয়। ‘‌সিক লিভ’‌ দেখিয়ে কর্মীরা ছুটি নিয়ে নেন। মোবাইলেও তাঁদের পাওয়া যায়নি। মঙ্গলবার থেকে শতাধিক উড়ান বাতিল করতে হয়। এরপর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃপক্ষ প্রায় ২৫ জন কর্মীকে বরখাস্ত করে। এদিকে দিল্লির শ্রমিক কমিশন বিস্ফোরক অভিযোগ আনে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃপক্ষের উপর। তারপরই পরিস্থিতি বদলায়। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে পদক্ষেপ করল কর্তৃপক্ষ। সূত্রের খবর, উভয়পক্ষের আলোচনায় আপাতভাবে পরিস্থিতি স্বাভাবিক হতে চলেছে। কর্মীদের দাবিদাওয়া খতিয়ে দেখার আশ্বাস পেতেই কর্মবিরতি ওঠে বলে জানা গেছে। 
  • Link to this news (আজকাল)