• ‌ পাঁচ বন্দি ভারতীয় নাবিককে মুক্তি দিল ইরান
    আজকাল | ১০ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বন্দি ৫ ভারতীয় নাবিককে মুক্তি দিল ইরান। ইরানে ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, তাঁরা ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন। এই পদক্ষেপের জন্য ইরানের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়েছে। প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল দুবাইয়ের উপকূলে ইজরায়েলের একটি কার্গো জাহাজকে আটক করে ইরানের ইসলামিক রেভেলিউশনারি গার্ড কর্পস। ওই জাহাজে ১৭ জন ভারতীয় ছিলেন। তাদেরও আটক করা হয়। এরপরই ভারতীয় দূতাবাসের তরফে পদক্ষেপ করা হয়। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমির আবদোল্লাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন। বৃহস্পতিবার ইরানে ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, আটক ভারতীয়দের মধ্যে ৫ জনকে মুক্তি দেওয়া হয়েছে। তারা ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন। এর আগে, গত ১৮ এপ্রিল ওই জাহাজের এক নাবিক কেরলে ফিরে আসেন। সেই সময়ই বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, বাকিরাও সুরক্ষিত রয়েছে। প্রয়োজনীয় নথিপত্র পূরণের পর তাদের মুক্তি দেওয়া হবে। ভারতে ইরানের রাষ্ট্রদূত ইরাজ ইলাহি জানিয়েছেন, আটক করা জাহাজে থাকা ভারতীয়দের বন্দি করা হয়নি। তারা মুক্ত। দেশে ফিরে যেতে পারেন।
  • Link to this news (আজকাল)