• সুপ্রিম স্বস্তি, তিন সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন কেজরিওয়ালের...
    আজকাল | ১০ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সুপ্রিম স্বস্তি দিল্লির মুখ্যমন্ত্রীর। দেশের সর্বোচ্চ আদালত আপ সুপ্রিমোর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। লোকসভা ভোটের শেষ দফা, ১ জুন পর্যন্ত জেলের বাইরে থাকবেন তিনি। ২ জুন তাঁকে আত্মসমর্পণ করতে হবে কারা কর্তৃপক্ষের কাছে। আবগারি দুর্নীতি মামলায় ২১ মার্চ গ্রেপ্তার হন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তার আগে তাঁকে একাধিকবার তলব করা হলেও তিনি হাজিরা দেননি। ২১ মার্চ জিজ্ঞাসাবাদ এবং বারিতে তল্লাশির পর গ্রেপ্তার করা হয় তাঁকে। গ্রেপ্তার হলেও মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি তিনি। দেশে এখন নির্বাচন। ভোটের প্রচারে থাকার অনুমতি চেয়ে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। যদিও তাঁর আবেদনের প্রেক্ষিতে ইডি জানিয়েছিল নির্বাচনে প্রচার করা কোনও মৌলিক, সাংবিধানিক কিম্বা আইনি অধিকারের মধ্যে পড়ে না। প্রচারের জন্য তাঁকে ছাড়া হলে ভুল বার্তা যাবে বলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছিল আদালতে। শুক্রবার দেশের সর্বোচ্চ আদালত কেজরিওয়ালের তিন সপ্তাহের জামিন মঞ্জুর করেছে। ১ জুন, দেশের লোকসভা নির্বাচনের শেষ দিন পর্যন্ত জেলের বাইরে থাকবেন তিনি।
  • Link to this news (আজকাল)