• ‌ভয়াবহ দুর্ঘটনার পরেও হুঁশ ফেরেনি, রাজ্য সড়কে যাত্রী নিয়ে অবাধে যাতায়াত টোটোর...
    আজকাল | ১০ মে ২০২৪
  • মিল্টন সেন, হুগলি:‌ আবারও সকাল থেকে যাত্রী নিয়ে রাজ্য সড়কে ঘুরে বেড়াচ্ছে টোটো। বৃহস্পতিবার সকালে শ্রীরামপুরের বাঙ্গিহাটি এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার পরেও হুঁশ ফেরেনি টোটো চালকদের। নিরাপত্তা সুনিশ্চিত করতে কমিশনারেটের তরফে এক রাতেই চালু করা হয়েছে ট্রাফিক সিগন্যাল। হাইওয়েতে টোটো চলাচলের ক্ষেত্রে প্রশাসনের তরফে নিষেধাজ্ঞা জারি করা রয়েছে। তবুও নির্বিকার টোটো চালকরা। প্রসঙ্গত, বৃহস্পতিবার বাঙ্গিহাটি দিল্লি রোড এর ওপর ভয়াবহ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়। একজন চিকিৎসাধীন কলকাতার হাসপাতালে। দিল্লি রোড ধরে যাওয়ার সময় নিয়ন্ত্রণহীন একটি লরি পিছন থেকে টোটোকে ধাক্কা মেরে বেশ কিছুটা এগিয়ে নিয়ে যায়। লরির গতি এতটাই ছিল যে সামনে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে যাত্রী সহ টোটোটিকে পিষে দেয়। ঘটনাস্থলেই টোটো চালক সহ তিন জনের মৃত্যু হয়। সেই দুর্ঘটনার ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ঘটনার পরই পুলিশ প্রশাসনকে দায়ী করতে শুরু করে সাধারণ মানুষ। শুরু হয় বিক্ষোভ অবস্থান ইত্যাদি। ওই দিন রাতেই ডিসি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস জানিয়েছিলেন ব্যবস্থা নেওয়া হবে। এদিন দেখা যায় এক রাতের মধ্যেই সেখানে বসানো হয়েছে ট্রাফিক সিগন্যাল। সকাল থেকেই দু’‌জন সিভিক ভল্যান্টিয়ার সেখানে ডিউটিতে ছিলেন। কিন্তু তারপরেও উঠছে প্রশ্ন। দেখা যায়, রাজ্য সড়কের ওপর টোটো চলাচলের ক্ষেত্রে জারি থাকা নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার চলছে টোটো। যদিও টোটো চালকরা জানান এ বিষয়ে অবগত নন তারা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাত থেকেই সিগন্যাল চালু করা হয়েছে। কিন্তু বারবার টোটো চালকদের বলেও কোনও লাভ হয় না। বারণ করা সত্ত্বেও তারা রাজ্য সড়কের ওপর টোটো চালায়। ফলে দুর্ঘটনা ঘটে। তাই যাত্রীদের সচেতন হওয়ার সময় এসেছে।
  • Link to this news (আজকাল)