• রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টি জেলায় জেলায়
    আজকাল | ১০ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতির প্রায় সারাদিন বৃষ্টি শহর কলকাতায়, বৃষ্টি জেলায় জেলায়। স্বস্তি ফিরছে। হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার পর্যন্ত জেলায় জেলায় চলবে ঝড়বৃষ্টি। বৃহস্পতির সন্ধেতেই হাওয়া অফিস জানিয়েছিল, আগামী কয়েকঘন্টায় উত্তর ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং হাওড়ায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা। শুক্রবার জেলায় জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ৬০ থেকে ৭০ কিলোমিটার। দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা। জারি কমলা সতর্কতা। কলকাতা সহ দক্ষিণের সব জেলাতেই বৃষ্টি হবে ভাল পরিমাণে। উত্তরের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি এবং রবিবার উপকূলের জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এই কয়েকদিন তাপমাত্রা কম থাকলেও, রবিবারের পর কমবে বৃষ্টির পরিমাণ, বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গে যদিও শনিবার থেকেই কমতে পারে বৃষ্টির পরিমাণ।
  • Link to this news (আজকাল)