• আগামী কয়েক ঘণ্টায় ৫ জেলায় তুমুল বৃষ্টি আসছে, কত দিন দুর্যোগ?
    আজ তক | ১০ মে ২০২৪
  • সকাল থেকেই কলকাতা-সহ রাজ্যের বহু জেলার আকাশ মেঘলা। অসহ্য গরম অনেকটাই কম। রোদ উঠলেও তেজ অনেকটাই কম। তারইমধ্যে ফের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, ২-৩ ঘণ্টার মধ্যে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণায় বৃষ্টি নামতে পারে। দেওয়া হয়েছে কমলা সতর্কতা। 

    গতকাল, বৃহস্পতিবার দুপুরের পর থেকেই কালবৈশাখীর তাণ্ডব শুরু হয়। ঘন ঘন বজ্রপাতের সঙ্গে তুমুল বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় গতকাল শিলাবৃষ্টিও হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার পর্যন্ত বাংলায় ঝড়বৃষ্টি চলবে। তাপমাত্রা একই রকম থাকবে। এদিনও কলকাতা-সহ কয়েকটি জেলায় দুর্যোগের সম্ভাবনা আছে।

    পূর্ব অসম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে এই অক্ষরেখা। তার টানেই প্রচুর জলীয় বাষ্প ঢুকে বজ্রগর্ভ মেঘ তৈরি করেছে বাংলার আকাশে। এর জেরেই গত দুদিন ধরে ঝড়বৃষ্টি হচ্ছে। তাছাড়া বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার প্রভাবে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। 

    এদিন বিকেলের পর বা রাতের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সঙ্গে হাওয়া বইবে। ঘন ঘন বাজ পড়তে পার। ঝড়বৃষ্টির সময় রাস্তায় থাকতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। শনি ও রবিবার উপকূলের জেলা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। 

     
  • Link to this news (আজ তক)