• ভুটানের রোনাল্ডোকে নিতে চলেছে ইস্টবেঙ্গল
    দৈনিক স্টেটসম্যান | ১০ মে ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি? গত মরশুমে সুপার কাপ জিতলেও ইস্টবেঙ্গল এবারে আইএসএল ফুটবলে ভালো জায়গায় পৌঁছতে পারেনি৷ শতাব্দী প্রাচীন এই দল নয় নম্বরে খেলা শেষ করেছে এই টুর্নামেন্টে৷ তাই এখন থেকে দল গঠনের জন্য লাল-হলুদ শিবির মাঠে নেমে পড়েছে৷ এখনও পর্যন্ত মাহিদ তালালকে যেমন চুক্তিবদ্ধ করে নিয়েছে, তেমনই আবার মহামেডান স্পোর্টিংয়ে খেলা এবারে কলকাতা ফুটবল লিগে সর্বোচ্চ গোলদাতা ডেভিডকেও ইস্টবেঙ্গল নিচ্ছে৷ তাছাড়া প্রতিবেশী রাষ্ট্র ভুটানের রোনান্ডো নামে খ্যাত তেঞ্চো জেলসেনকে নেওয়ার কথা ভাবা হয়েছে৷ এই ফুটবলার এই মুহূর্তে মার্কেট ভ্যালু ১.৬ কোটি টাকা৷ এবাদেও নেপালের অনন্ত তামাংকেও ইস্টবেঙ্গল নিতে চলেছে৷ তবে, গোলরক্ষক নিয়ে লাল-হলুদ শিবিরে যে সমস্যা রয়েছে, সেখানে বিনিয়োগকারী সংস্থা চাইছে একজন অভিজ্ঞ গোলরক্ষককে দলে নেওয়া৷ সেক্ষেত্রে হয়তো ইস্টবেঙ্গলে খেলে যাওয়া দেবজিৎ মজুমদারকে ফিরিয়ে আনা হতে পারে৷
    এদিকে ভারতীয় দলে প্রাথমিক পর্যায়ে যাঁদের ডাকা হয়েছে, তাঁদের মধ্যে হয়তো রালতেকে পাওয়া যাবে না৷ সেই কারণেই ফিফা পরিচালিত বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় তিনি অংশ নিতে পারবেন না আগামী ৬ জুন৷ রালতে জাতীয় দলে কর্মকর্তাদের সঙ্গে যেমন কথা বলেছেন, তেমনই আবার প্রধান কোচ ইগর স্টিম্যাকের সঙ্গেও কথা বলেছেন৷ রালতে চাইছেন তিনি তাঁর বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষায় বসবেন৷ শুধু রালতে নন, বিশ্বকাপ যোগ্যতা অর্জনের খেলায় ভারতীয় দলে আকাশ মিশ্র, রাহুল কেপি ও মহম্মদ ইয়াসিকেও পাওয়া যাবে না৷ পারিবারিক কারণে তাঁরা এই মুহূর্তে প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে পারছেন না৷ আগামী ১০ মে’র পর জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন সুনীল ছেত্রী৷
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)