আর্থিক তছরূপ মামলায় দীর্ঘদিন ধরে ঘরছাড়া, ভোট দিতে বাড়ি ফেরার অনুমতি হাই কোর্টের
প্রতিদিন | ১০ মে ২০২৪
গোবিন্দ রায়: আর্থিক তছরূপ মামলায় দীর্ঘদিন ধরে ঘরছাড়া। ভোট দিতে একদিনের জন্য একই পরিবারের ১১ জন সদস্যকে বাড়ি ফেরার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। ওইদিন তাঁদের গ্রেপ্তার করতে পারবে না পুলিশ।
জানা গিয়েছে, আর্থিক তছরূপের মামলায় অভিযুক্ত হাওড়ার বাগনানের একই পরিবারের ১১ জন। তাঁদের মধ্যেই একজন বাগনান ২ নম্বর ব্লকের চন্দ্রভাগ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্য শেখ আনোয়ার। দলবদলের পর তাঁর বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলা দায়ের করা হয়েছিল। তাতে জড়িয়ে পড়েন পরিবারের অন্যান্যরাও। গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়। সেই থেকে পরিবারের ১১ জন সদস্য ঘর ছাড়া। পরবর্তীতে ভোট দিতে চেয়ে আদালতের দ্বারস্থ হন তাঁরা। আইনজীবী সন্দীপন দাস তাঁদের হয়ে সওয়াল করেন।
শুনানি শেষে ঘর ছাড়াদের একদিনের জন্য বাড়ি ফেরার অনুমতি দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। কোনও অশান্তি করা হবে না, এই মর্মে স্থানীয় থানায় মুচলেখা দিতে হবে তাঁদের। পাশাপাশি তাঁদের গ্রেপ্তারও করতে পারবে না পুলিশ।