• রাহুলের পাশে সামি, একহাত নিলেন লখনউয়ের মালিককে
    আজকাল | ১১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কেএল রাহুল-সঞ্জীব গোয়েঙ্কা ইস্যুতে এবার সরব মহম্মদ সামি। এককালীন সতীর্থকে পাশে পেলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক। গত দেড় দিন ধরে এই ঘটনা শিরোনামে। ধারাভাষ্যকার, প্রাক্তন ক্রিকেটাররা সোচ্চার হলেও এই নিয়ে কোনও মন্তব্য করেনি লখনউয়ের ক্রিকেটাররা। তাঁদের বিষয়টি তাও বোঝা যায়। লখনউ দলে থাকাকালীন মালিকের বিরুদ্ধে মুখ খোলার ক্ষমতা নেই। কিন্তু বাকি ভারতীয় ক্রিকেটাররা? রাহুলের সতীর্থরা? তাঁদের মধ্যেও কেউ এই বিষয় নিয়ে বাক্যালাপ করেনি। তবে এবার মুখ খুললেন মহম্মদ সামি। লখনউয়ের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে পাল্টা দিলেন ভারতীয় পেসার। একটি সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে সামি বলেন, "প্লেয়ারদের সম্মান আছে। দলের মালিক হিসেবে যেমন আপনারও আছে। অনেকে আপনাকে দেখছে। আপনার থেকে শেখার চেষ্টা করছে। ক্যামেরার সামনে এরকম ঘটনা অত্যন্ত লজ্জার। এমন কিছু করতে চাইলে তার অনেক রাস্তা ছিল। ড্রেসিংরুমে বলতেই পারতেন। টিম হোটেলে ফিরে বলতে পারতেন। কিন্তু মাঠে সবার সামনে এমন আচরণ করার কোনও যুক্তি নেই। এমন প্রতিক্রিয়া দিয়ে আপনি লালকেল্লায় ঝাণ্ডা লাগাননি। মাথায় রাখা উচিত ছিল যে রাহুল অধিনায়ক। ক্রিকেট টিমগেম। পরিকল্পনা সফল নাই হতে পারে। খেলায় এটা ঘটতেই পারে। এটা বুঝতে হবে। ভাল-খারাপ দিন খেলার অঙ্গ। কিন্তু সব ক্রিকেটারেরই সম্মান থাকে।" এই ঘটনায় গত ২৪ ঘন্টায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন প্রাক্তন ক্রিকেটার। কেউই এটা মেনে নিতে পারেনি। ভারতীয় দলের ক্রিকেটার তো বটেই, বর্তমানে সিনিয়রদের মধ্যে পড়েন কেএল রাহুল। তাঁর কি এমন হেনস্থা প্রাপ্য ছিল? এই প্রশ্নে তোলপাড় ক্রিকেটমহল। 
  • Link to this news (আজকাল)