• দাভোলকর হত্যা মামলায় দোষী সাব্যস্ত ২
    আজকাল | ১১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পেশায় চিকিৎসক নরেন্দ্র দাভোলকর খুন হয়েছিলেন ২০১৩ সালে। গুলি করে খুন করা হয়েছিল তাঁকে। ২০ আগস্ট তিনি প্রাতঃভ্রমণে গিয়েছিলেন, তখনই প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করা হয় তঁকে। হত্যার প্রায় ১১ বছর পর ঘটনায় দু" জনকে দোষী সাব্যস্ত করল পুণের বিশেষ ইউএপিএ আদালত। কিরণ কাম্বলে, এই ঘটনার সাক্ষী। ২ বছর আগেই শরদ কালাসকর এবং শচীন আন্ডুরেকে ঘটনায় অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছিলেন। শুক্রবার ওই দুজনকেই দোষী হিসেবে সাব্যস্ত করল আদালত। সিবিআই-এর মতে এই দু"জনই গুলি চালিয়েছিল দাভোলকরের ওপর। তাদের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ লক্ষ করে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এই হত্যা মামলায় অভিযুক্ত থাকা আরও ৩ জনকে সমস্ত অভিযোগ থেকে মুক্ত করা হয়েছে।
  • Link to this news (আজকাল)