• কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনে 'খুব খুশি', এক্স-এ পোস্ট মমতার ...
    আজকাল | ১১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার দেশের সর্বোচ্চ আদালত দিল্লির মুখ্যমন্ত্রী, আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে তিন সপ্তাহের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। আগামী ১ জুন পর্যন্ত জেলের বাইরে থাকতে পারবেন তিনি। ২ জুন তাঁকে আত্মসমর্পণ করতে হবে কারা কর্তৃপক্ষের কাছে। ঠিক তার পরেই নিজের খুশির কথা প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এক্স-এ পোস্ট করেছেন তিনি। তাতে লিখেছেন, "অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন দেখে আমি খুব খুশি।" চলতি নির্বাচনের প্রেক্ষিতে কেজরিওয়ালের জামিন খুবই কার্যকরী হবে বলেই মত তাঁর। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ২১ মার্চ গ্রেপ্তার হয়েছিলেন কেজরিওয়াল। ভোটের প্রচারে যাওয়ার জন্য জামিনের আবেদন করেছিলেন তিনি। মঙ্গলবার হলফনামায় ইডি তার বিরোধিতা করলেও,শুক্রবার শীর্ষ আদালত জানায়, ২১ দিনের জন্য কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিলে, কোনও হেরফের হবে না।
  • Link to this news (আজকাল)