পাহাড়ে ভালো অবস্থায় নেই বিজেপি! আশঙ্কার কথা শোনালেন খোদ গুরুং
২৪ ঘন্টা | ১১ মে ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: এবার লোকসভা নির্বাচনে উত্তরের ৩ কেন্দ্রে ভোট কমছে বিজেপির? এমনটাই আশঙ্কার কথা শোনালেন বিজেপির জোটশরিক গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং। ওই ৩ লোকসভা কেন্দ্র হল দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। বৃহস্পতিবার ভারত-ভুটান সীমান্তের জয়গাঁ মঙ্গলবাড়িতে দলের এক সভায় তিনি ওই কথা বলেন। তবে এমন আশঙ্কার কথা উড়িয়ে দিয়েছেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা।
কেন কমবে বিজেপি ভোট? বিমল গুরুং বলেন, বিজেপির কাজের ধরন ঠিক নেই। তাই এবার ভোট কমবে। গতবার দার্জিলিংয়ে ৪ লাখের বেশি ভোটে জয়ী হয়েছিল বিজেপি। এবার তা অনেকটাই কমবে। তবে বিজেপি জয়ী হবে এক থেকে দেড় লক্ষ ভোটের ব্যবধানে। মনোজ টিগ্গা অবশ্য দাবি করেছেন বিজেপি ভোট তো এবার কমবেই না বরং বাড়বে। গুরুংয়ের আশঙ্কা ভুল।বিমল গুরুংয়ের দাবি পাহাড়ে এবার শক্ত লড়াইয়ের মুখে বিজেপি। কারণ পাহাড়ে এবার তৃণমূলের প্রার্থী এক ভূমিপুত্র। ফলে একটা আবেগ কাজ করবে। ভালো কাজ করেছেন রাজু বিস্তা। বিভিন্ন এলাকা দলের সংগঠন শক্ত করা জন্য কাজ করছি।