• হার্দিকের প্রশংসা, বিতর্কিত ড্রেসিংরুম নিয়ে কী বললেন দলের তারকা পেসার'...
    আজকাল | ১১ মে ২০২৪
  • সম্পূর্ণা চক্রবর্তী: কলকাতায় পা রেখেই প্লে অফ থেকে ছিটকে যাওয়ায় খবর পেয়েছেন রোহিতরা‌। শনিবার নিয়মরক্ষার ম্যাচে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। শেষ দু"দিনের ঘটনা বাদ দিলে চলতি আইপিএলে সবচেয়ে বিতর্কিত দল মুম্বই। হার্দিক পাণ্ডিয়াদের ড্রেসিংরুমের বিভাজনের কথা গোপন নেই। দল দুই গোষ্ঠীতে বিভক্ত। একদিন আগেই দলের সিনিয়র ক্রিকেটারদের ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকের খবর প্রকাশ্যে এসেছে। দশ বছরে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়া অধিনায়ককে সরিয়ে দেওয়া মানতে পারেনি দলের একাংশ। মুম্বইয়ের পতনের কারণও এটাই। কিন্তু ড্রেসিংরুমে সমস্যার কথা ফুৎকারে উড়িয়ে দিলেন জেরাল্ড কোয়েৎজে। মুম্বইয়ের পেসারের দাবি, ড্রেসিংরুমের পরিবেশ যথেষ্ট ভাল। কোয়েৎজে বলেন, "আমাদের ড্রেসিংরুমের পরিবেশ যথেষ্ট ভাল। আমরা সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। কিছু ভুল আমাদের অবশ্যই হয়েছে। কয়েকটা ম্যাচে আমরা খেলতে পারিনি। তবে তাতেও বদলায়নি ড্রেসিংরুমের পরিবেশ। দলের নেতৃত্ব শক্ত হাতে আছে। শুরু থেকেই আমাদের ড্রেসিংরুমের আবহ ভাল।" ১২ ম্যাচের মধ্যে ৮টি হেরেছে মুম্বই। প্রথম দল হিসেবে প্লে অফ থেকে ছিটকে গিয়েছে। তাসত্ত্বেও অধিনায়ক হার্দিকের প্রশংসায় পঞ্চমুখ প্রোটিয়া পেসার। কোয়েৎজে বলেন, "হার্দিক ভাল অধিনায়ক। প্রত্যেক অধিনায়কের নিজস্ব স্টাইল থাকে। প্রত্যেক নেতা আলাদা। কারোর সঙ্গে কারোর মিল নেই। হার্দিক দলকে উদ্বুদ্ধ করছে। স্বচ্ছ ধারণা পোষণ করে। অধিনায়ক হিসেবে ব্যতিক্রমী।" দলের বিদেশি পেসারের কথা শুনে বোঝাই গেল, ড্রেসিংরুমের গসিপ বাইরে আনতে চান না তাঁরা। তবে কোয়েৎজে যাই বলুন না কেন, মুম্বই শিবিরের বিভাজন এতো সহজে ধামাচাপা দেওয়া যাবে না। এদিকে প্লে অফ থেকে ছিটকে গেলেও মোটিভেশনের অভাব নেই মুম্বইয়ের। শুরুতে ফিল সল্ট এবং সুনীল নারিনকে রোখার কৌশলও তৈরি বুমরাদের। শুক্রবার বিকেলে ইডেনে ঘণ্টা দুয়েক প্রস্তুতি সারে মুম্বই দল। রোহিত এবং হার্দিক ছাড়া সবাইকে নেটে দেখা যায়। প্রাক্তন এবং বর্তমান অধিনায়ককে ব্যাট হাতে দেখা যায়নি। বেশ কিছুক্ষণ ব্যাট করেন ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব। প্রাক ম্যাচ চূড়ান্ত অনুশীলনে একমাত্র অনুপস্থিত ছিলেন যশপ্রীত বুমরা। ছবি: অভিষেক চক্রবর্তী
  • Link to this news (আজকাল)