• ‌শ্রীরামপুর মাহেশে সাড়ম্বরে পালিত চন্দন যাত্রা উৎসব
    আজকাল | ১১ মে ২০২৪
  • মিল্টন সেন, হুগলি: শুভ অক্ষয় তৃতীয়ায় শ্রীরামপুর মাহেশ জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হল জগন্নাথ দেবের ৬২৮ তম চন্দন যাত্রা উৎসব। আর এই উৎসবকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই মাহেশের জগন্নাথ মন্দির চত্ত্বরে উপচে পড়ে পূণ্যার্থীদের ভিড়। মহাপ্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার ৬২৮ বছরের প্রাচীন এই উৎসবকে ঘিরে মন্দির চত্ত্বর ছিল মুখরিত। ভোর চারটে নাগাদ হয় মঙ্গল আরতি। তার পর শুরু হয় জগন্নাথ দেবের বিশেষ পূজা পাঠ। সকাল থেকেই দেখা যায় হাজার হাজার মহিলারা মন্দির চত্ত্বরে এসে গামলা গামলা চন্দন বাটছেন। বেলা দশটার পর শুরু হয় চন্দন যাত্রা উৎসব। এই প্রসঙ্গে মাহেশ জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানিয়েছেন, ‘‌প্রচন্ড গরমে সকলের যেমন মাথায় ব্যথা হয়। ঠিক তেমনই মানব রূপী ভগবান মহাপ্রভুরও এই সময়ে মাথার যন্ত্রণা হয়। গরমে মাথা ধরে জগন্নাথ দেবের। হাজার হাজার বছর আগে এমনই এক বৈশাখ মাসে, রাজা ইন্দ্রঘনকে প্রভু জগন্নাথ দেব আদেশ করেন। বলেন, তাঁর শরীর খারাপ হয়েছে। মাথায় যন্ত্রণা হচ্ছে। তাঁর মাথায় চন্দন প্রলেপ দেবার বন্দোবস্ত করতে বলেন। রাজা ইন্দ্রঘন মহাপ্রভুর আদেশ মত মাথায় চন্দন প্রলেপ করেন। সেই সময় কাল থেকে নিরীচ্ছিন্নভাবে এই উৎসব পালিত হয়ে আসছে।’‌ পিয়াল আরও জানিয়েছেন, এই দিন মাহেশের প্রভু জগন্নাথ দেবের মন্দিরে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মাথায় চন্দন প্রলেপ দেওয়া হয়। যাতে তাঁদের শিরঃপীড়া দূর হয়। এই চন্দন উৎসব টানা ৪২ দিন চলবে। প্রভুর মাথায় এই চন্দন লেপন চালিয়ে গিয়ে ৪৩ দিনের মাথায় অনুষ্ঠিত হবে মাহেশের মন্দিরে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার স্নানযাত্রা উৎসব। সেই স্নানযাত্রা উৎসবকে ঘিরেও মা জগন্নাথ মন্দির সংলগ্ন স্নানপিঁড়ির ঘাটে হাজার হাজার ভক্ত প্রাণ মানুষের ভিড় উপচে পড়ে। ছবি:‌ পার্থ রাহা
  • Link to this news (আজকাল)