• প্যালেস্টাইনকে পূর্ণ সদস্য করার আহবান রাষ্ট্রসংঘের
    আজকাল | ১১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে শুক্রবার প্যালেস্টাইনের পূর্ণ সদস্য পদের প্রস্তাব ব্যাপক সমর্থন নিয়ে পাস হয়েছে। ১৪৩টি দেশ প্রস্তাবটির পক্ষে এবং ৯টি দেশ বিপক্ষে ভোট দিয়েছে। ২৫টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল।শুক্রবারের রাষ্ট্রসংঘের প্রস্তাব প্যালেস্টাইনকে বিশ্বসংস্থায় বাড়তি কিছু অধিকার দেবে। প্যালেস্টাইন বিতর্কে সম্পূর্ণভাবে অংশ নেওয়া, আলোচ্যসূচি প্রস্তাব করা এবং কমিটিতে প্রতিনিধিদের নির্বাচিত করার সুযোগ পাবে। তবে তারা এখনও ভোট দেওয়ার অধিকার পাবে না। সাধারণ পরিষদের এই অনুমোদন দেওয়ার ক্ষমতা নেই। এজন্য নিরাপত্তা পরিষদের সমর্থন থাকতে হবে।প্রস্তাবটি পাসের পর রাষ্ট্রসংঘ এক্সে দেওয়া এক পোস্টে জানায়, রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ জানিয়েছে, প্যালেস্টাইনের রাষ্ট্র হওয়ার যোগ্যতা আছে এবং জাতিসংঘের সদস্য হিসেবে দেশটির যোগ দেওয়া উচিত। সাধারণ পরিষদ এতে সমর্থন করার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহবানও জানিয়েছে।প্যালেস্টাইনিরা ব্যাপকভাবে স্বাগত জানালেও সাধারণ পরিষদের প্রস্তাব পাসের নিন্দা জানিয়েছেন রাষ্ট্রসংঘে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেন, ‘এই প্রস্তাব পাস হওয়া দেখাল যে সন্ত্রাস করলে ফায়দা পাওয়া যায়।এই ভোটাভুটি মূলত প্রতীকী হলেও ইজরায়েলের প্রধান মিত্র আমেরিকার ওপর চাপ সৃষ্টি করবে। এক মাস আগেও আমেরিকা নিরাপত্তা পরিষদে প্যালেস্টাইনের পূর্ণ সদস্য পদ নিয়ে একই ধরনের একটি প্রস্তাবে ভেটো দিয়েছিল। রাষ্ট্রসংঘের পূর্ণ সদস্য পদ পেতে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের এবং ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের অনুমোদন প্রয়োজন।ইজরায়েলের মিত্র আমেরিকা প্রস্তাবের প্রতি তাদের বিরোধিতা বহাল রেখেছে। রাষ্ট্রসংঘে মার্কিন মিশনের মুখপাত্র নেট ইভানস এক বিবৃতিতে বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তির জন্য একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান আমেরিকার চূড়ান্ত লক্ষ্য হলেও মার্কিন দৃষ্টিভঙ্গি এটিই যে জাতিসংঘে এবং অন্যত্র একতরফা পদক্ষেপ এই লক্ষ্যকে এগিয়ে নেবে না।
  • Link to this news (আজকাল)