• উত্তরপাড়ার বাবুঘাটে স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল তিনজন...
    আজকাল | ১১ মে ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: ডানকুনিতে চলছে চন্ডীমাতার পুজো। সেই পুজোর জন্য গঙ্গার জল নিতে উত্তরপাড়ায় এসেছিল অনেক ভক্ত। শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ পুজো কমিটির কিছু সদস্য উত্তরপাড়ার বাবুঘাটে জল নিতে আসে। জল নেওয়ার আগে স্নান করতে নামে অনেকেই। সেই সময় হঠাৎই জোয়ার চলে আসায় তলিয়ে যায় দুজন। তাঁদের বাঁচাতে গিয়ে তলিয়ে যায় আরও একজন। উত্তরপাড়া বাবুঘাটে স্পিড বোট নামিয়ে তল্লাশি করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। নিখোঁজ তিনজনের নাম জানা যায়নি। তবে আনুমানিক বয়স ১৬, ১৮ এবং ২১ বছর। উত্তরপাড়া থানার পুলিশ খবর দেয় বিপর্যয় মোকাবিলা দপ্তরে। এর আগেও উত্তরপাড়া শহরের বিভিন্ন ঘাটে এরকম একাধিক দুর্ঘটনা ঘটেছে। মহালয়ার দিন তর্পন করতে গিয়ে তলিয়ে গিয়েছিল বেশ কয়েকজন। তবুও টনক নড়েনি প্রশাসনের। এই প্রসঙ্গে পুলিশ জানিয়েছে জল নিতে আসা ভক্তদের ভিড় ছিল। পুলিশ লাইন নিয়ন্ত্রণ করছিল। প্রত্যেককেই গভীর গঙ্গায় নামতে নিষেধ করা হয়েছিল। তা সত্ত্বেও কয়েকজন নেমে যায় গভীরে। তার মধ্যে থেকে তলিয়ে যায় তিনজন। চলছে তল্লাশি অভিযান। 
  • Link to this news (আজকাল)