• বহরমপুরে নির্বাচনের আগে হুমায়ুন কবীরকে শোকজ নির্বাচন কমিশনের...
    আজকাল | ১১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বহরমপুরের নির্বাচনী প্রচার শেষ হওয়ার ২৪ ঘন্টা আগে হুমায়ুন কবীরকে শোকজ পাঠাল নির্বাচন কমিশন। সোমবার নির্বাচনের দিন দুপুর বারোটার মধ্যে ভরতপুরের বিধায়ককে চিঠির উত্তর দিতে হবে। তিনি জানিয়েছেন, ‘শুক্রবার সন্ধে ছ"টা নাগাদ নির্বাচন কমিশনের তরফ থেকে আমাকে তিন পাতার একটি "শোকজ" চিঠি ধরানো হয়েছে। বিজেপি নেতা শিশির বাজোরিয়া গত ৩ তারিখ নির্বাচন কমিশনে আমার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিলেন। তার পরিপ্রেক্ষিতেই আমাকে এই চিঠি ধরানো হয়েছে’। প্রসঙ্গত,  গত ১ মে শক্তিপুরে একটি সভায় হুমায়ুনের বিরুদ্ধে ‘ঘৃণা ভাষণ’ দেওয়ার অভিযোগ ওঠে। সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। হুমায়ুন জানান, ‘আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছিল সেদিন। বহরমপুরে নির্বাচনী প্রচার শেষ হওয়ার মাত্র ২৪ ঘন্টা আগে বিজেপি আমাকে দমাতে চাইছে। তারা মনে করছে হুমায়ুনকে দমাতে পারলে এবং অসম্মান করলে মানুষ হয়তো তৃণমূলের বিপক্ষে ভোট দেবে। কিন্তু আমাকে জেলে ভরে দিলেও বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানই জিতবেন। ভারতবর্ষের নির্বাচন কমিশন ভোট পরিচালনার জন্য সর্বোচ্চ সংস্থা, তাই তাদের প্রতি যথাযথ সম্মান রেখে আমাকে পাঠানো শোকজ চিঠির জবাব সময়মতো আমি নির্বাচন কমিশনকে পাঠিয়ে দেব। গোটা বিষয়টি নিয়ে অভিষেক ব্যানার্জির অফিসের সাথে আমার কয়েক দফা কথা হয়েছে এবং দলের তরফ থেকেও আমাকে যথেষ্ট সাহায্য করা হচ্ছে’।
  • Link to this news (আজকাল)