• ছিনতাই হওয়ার এক ঘন্টার মধ্যে টাকা উদ্ধার, ধৃত বিহার গ্যাঙের ৩ সদস্য ...
    আজকাল | ১১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের ঔরঙ্গাবাদ এলাকায় ডাকাতি করে পালানোর সময় ধরা পড়ে গেলেন ৩ যুবক। ধৃত ছিনতাইকারীদের মারধর করে সুতি থানার পুলিশের হাতে তুলে দিয়েছে উত্তেজিত জনতা। উদ্ধার হয়েছে টাকা ভর্তি ব্যাগটিও। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার দুপুরে রকিবউদ্দিন নামে এক ব্যক্তি ঔরঙ্গাবাদের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে যান টাকা তোলার জন্য। প্রায় ৪০ হাজার টাকা নগদ তুলে বেরোনোর সময় হঠাৎ তিন যুবক একটি মোটরসাইকেলে করে এসে তাঁর হাতে থাকা ব্যাগটি ছিনতাই করে পালিয়ে যায়। জঙ্গিপুর পুলিশ জেলা সুপার আনন্দ রায় বলেন, "ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে ছিনতাইকারীদের পিছু নেয়। তিন ছিনতাইকারীকেই গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া টাকাও। স্থানীয় বাসিন্দারা জানান, ওই ব্যক্তির চিৎকার শুনে কয়েকজন ব্যক্তি ছিনতাইকারীদের পিছু নেয়। ছিনতাইকারীরা গঙ্গা নদীর ভাঙন কবলিত ধানঘড়া এলাকায় পৌঁছে যায়। কিন্তু সেখানে পৌঁছানোর পর রাস্তা শেষ হয়ে যাওয়ার কারণে ছিনতাইকারীরা আর পালিয়ে যেতে পারেনি। পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীরা বিহারের কাটিহার এলাকার বাসিন্দা। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (আজকাল)