• হালকা বৃষ্টি, পুরো মাঠ ঢাকা কভারে, কখন শুরু হবে ম্যাচ'
    আজকাল | ১২ মে ২০২৪
  • সম্পূর্ণা চক্রবর্তী: ইডেনে আজ আইপিএলের দশমী। চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের শেষ ম্যাচ ক্রিকেটের নন্দনকাননে। প্রতিমা বিসর্জনের আগে যেমন একটা থমথমে আবহ থাকে, শনিবার সকাল থেকে ঠিক তেমনি পরিবেশ। আকাশের মুখ ভার। যেকোনো সময় বৃষ্টি নামার আশঙ্কা। দুপুরে এক প্রস্থ ঝোড়ো হাওয়া এবং হালকা বৃষ্টি হয়। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিন্তু বিকেল ৫.৪৫ থেকে আবার শুরু হালকা বৃষ্টি। সঙ্গে বজ্রবিদ্যুৎ। ইডেনের পিচ পুরো কভারে ঢাকা। দুই দল স্টেডিয়ামে চলে এলেও মাঠে নামতে পারেনি। ড্রেসিংরুমের সামনের লনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ফিল সল্ট, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ারদের। মাঝে ছাতা নিয়ে দুই আম্পায়ারকে মাঠের ধারে একবার দেখা যায়। সন্ধে সাড়ে ছটা পর্যন্ত ঝিরঝিরে বৃষ্টি। মাঠ পুরো ঢাকা। সঠিক সময় ম্যাচ শুরু হওয়ার সভাবনা কম। সাড়ে সাতটায় খেলা শুরু করতে হলে সাতটায় টস হবে। কিন্তু সেই সম্ভাবনা প্রায় নেই। তবে ইডেনে হাজির দর্শকদের হতাশ হওয়ার কোনও কারণ নেই। আগের থেকে বৃষ্টির তেজ কমেছে। রাত ১০.৪১ পর্যন্ত টস করা যেতে পারে। ম্যাচ শুরু হওয়ার শেষ সময় ১০.৫৬ মিনিট। সেক্ষেত্রে ন্যূনতম পাঁচ ওভারের ম্যাচ হবে। ২২ মিনিট করে প্রতি ইনিংস। ম্যাচের নিষ্পত্তি করতে হলে অন্তত পাঁচ ওভারের ম্যাচ করতেই হবে। খেলা সাড়ে আটটার মধ্যে শুরু করা গেলে কোনও ওভার কাটা যাবে না। সেক্ষেত্রে ২০ ওভারের ম্যাচ হবে। কিন্তু সাড়ে আটটায় শুরু না করা গেলে তারপর থেকে ওভার কাটা শুরু হবে। তবে বৃষ্টির আশঙ্কার জন্য এদিন অনেক আগে থেকে ইডেনে চলে আসে ক্রিকেটপ্রেমীরা। বিকেল সাড়ে চারটে থেকেই বিভিন্ন গেটের বাইরে লাইন পড়ে যায়। ক্রিকেটভক্তদের উৎসাহে বরুণদেব বাঁধ সাধতে পারেনি। 
  • Link to this news (আজকাল)