• ধুলোঝড়ে বিপর্যস্ত দিল্লি, মৃত ২, আহত ২৩
    আজকাল | ১২ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কয়েক মিনিটের ঝড়বৃষ্টি, আর ব্যাপক ধুলোঝড়ে বিপর্যস্ত রাজধানী। শুক্রবার রাতে দিল্লি-এনসিআরে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ের দাপটে উপড়ে পড়েছে বহু গাছ, ভেঙে পড়েছে বাড়ি। প্রাকৃতিক দুর্যোগে দিল্লিতে ২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন। দিল্লি পুলিশ সূত্রে খবর, গাছ উপড়ে পড়া, বাড়ি ধসে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেছে। গতকাল রাতে অন্ততপক্ষে ৫৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় ভোগান্তিতে বিস্তীর্ণ এলাকার মানুষ। দিল্লি বিমানবন্দর সূত্রে খবর, ঝড়বৃষ্টির কারণে দিল্লিগামী ৯টি বিমান জয়পুরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। মৌসম ভবন সূত্রে খবর, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বৃষ্টির কারণে দিল্লির তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমেছে। শনিবার রাতেও দিল্লি ও সংলগ্ন এলাকায় ধুলোঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের পাশাপাশি আজও হালকা বৃষ্টি হতে পারে।
  • Link to this news (আজকাল)