• চন্দননগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পণের টাকা না দেওয়ায় খুনের অভিযোগ পরিবারের ...
    আজকাল | ১২ মে ২০২৪
  • মিল্টন সেন, হুগলি: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য চন্দননগরে। মৃতার নাম প্রীতি সিং(২১)। বাড়ি উত্তর ২৪ পরগনার নৈহাটি জুটমিল রোড হাজিনগর হালিশহর এলাকায়। পুলিশ সূত্রে খবর, ২০২২ সালের ডিসেম্বর মাসে বিয়ে হয় প্রীতি সিংয়ের। চন্দননগরের সুরের পুকুর গুইবাগানের বাসিন্দা মৃত্যুঞ্জয় সিং এর সঙ্গে। বিবাহের সময় নগদ দেওয়া হয় আট লক্ষ টাকা। বাকি দুই লক্ষ টাকা দেওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে। বিয়ের যৌতুক বাবদ মোট দশ লক্ষ টাকা দেওয়া হয়। এছাড়া সোনার গহনাও দেওয়া হয় দাবি মতো। বধূর দাদা অতুল সিং এর অভিযোগ পণের দাবি মেটাতে না পারায় তাঁর বোনকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিয়েতে যৌতুক দেওয়া হয়েছিল দশ লক্ষ টাকা। সোনার গয়না তো ছিলই। তার পরেও চাহিদা ক্রমশই বাড়ছিল। আর সেই চাহিদা পূরণ করতে না পারায় এই ঘটনা। তাঁর অভিযোগ, বধুর পরিবারের অভিযোগ বিয়ের পর থেকে আরও যৌতুক দেওয়ার জন্য চাপ দেওয়া হত। তা নিয়ে প্রতিনিয়ত অশান্তি হত। বধূকে তাঁর শ্বশুরবাড়িতে মানসিক নির্যাতন করা হত। তা নিয়ে থানায় পর্যন্ত জানানো হয়েছিল। গতকাল শুক্রবার রাত দশটা নাগাদ প্রীতির স্বামী ফোন করে শ্বশুরবাড়িতে খবর দেন, নিজের ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছেন তাঁর স্ত্রী। বিহারে এক আত্মীয়র মৃত্যুতে সেখানে বধূর পরিবার চলে যায়।দাদা অতুল বাড়িতে ছিলেন। তিনি আজ চন্দননগর থানায় এসে অভিযোগ জানান। পুলিশ মৃতার স্বামীকে আটক করেছে।
  • Link to this news (আজকাল)