• জলপাইগুড়ির মেটেলি ব্লকে উদ্ধার কিং কোবরা
    আজকাল | ১২ মে ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স: জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের দুটি পৃথক জায়গা থেকে পর পর দুদিনে দুটি কিং কোবরা উদ্ধার হল। ভয়ানক বিষধর ও বিরাট আকারের আক্রমনাত্মক মেজাজের কিং কোবরা সাপ বারে বারে লোকালয়ে দেখা যাওয়ায় চিন্তিত স্থানীয় সাধারণ মানুষ। গরুমারা ও চাপরামারি জঙ্গল এবং নাগরাকাটার সুলকাপাড়া সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই কিং কোবরা সাপের দেখা মেলে। শনিবার দক্ষিণ ধূপঝোড়ার যে এলাকা থেকে সাপটি উদ্ধার হয়েছে তার পাশেই রয়েছে গরুমারা জঙ্গল। ওই জঙ্গল থেকেই কিং কোবরা সাপটি লোকালয়ে চলে আসতে পারে বলে বাসিন্দাদের অনুমান। শুক্রবার মাল সাবডিভিশন এর অন্তর্গত মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি বস্তি সংলগ্ন নর্থ ইনডং এলাকার একটি বাড়ি থেকে প্রায় ১৪ ফুট লম্বা আরও একটি কিং কোবরা সাপ উদ্ধার হয়েছিল। ২৪ ঘন্টা পার হতে না হতেই শনিবার মেটেলি ব্লকেরই দক্ষিণ ধূপঝোরার একটি বাড়ি থেকে উদ্ধার হয় আরোও এক কিং কোবরা সাপ। এই সাপটি লম্বায় কমপক্ষে ১৩ ফুট বলে জানা গিয়েছে। এদিন গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন দক্ষিণ ধূপঝোড়ার ভগীরথ পাড়ার বাসিন্দা পরিমল রায়ের বাড়িতে সাপটিকে দেখতে পান পরিবারের লোকেরা। এরপরেই আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির লোকজন। খবর দেওয়া হয় বনদপ্তরের খুনিয়া স্কোয়াডে। সেখান থেকে বনকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তবে এমন আকারের কিং কোবরা সাপ ধরার অভিজ্ঞতা তাদের খুব কম থাকায় তারা সাপটিকে উদ্ধারের জন্য চালসার সর্পপ্রেমী যুবক দিবস রাইকে ডেকে পাঠান। দিবস ঘটনাস্থলে এসে বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় কিং কোবরা সাপটিকে ধরে ফেলেন। বনদপ্তরের কর্মীরা সেখান থেকে সাপটিকে উদ্ধারের পর বাক্সবন্দি করে নিয়ে যান। বনদপ্তরের সূত্রে জানা গিয়েছে সাপটি সুস্থ থাকায় এদিনই সেটিকে জঙ্গলের গভীরে ছেড়ে দেওয়া হয়েছে।
  • Link to this news (আজকাল)