• রাজ্যপালের পদত্যাগ দাবি কল্যাণ ব্যানার্জির
    আজকাল | ১২ মে ২০২৪
  • মিল্টন সেন: ‘রাজ্যপালের উচিত পদত্যাগ করা। আর তো কদিন, জুন মাসের পর আর তিনি রাজ্যপাল থাকতে পারবেন না’। শুক্রবার সকালে শ্রীরামপুরে মহামিছিলে যোগ দিয়ে এই মন্তব্য করেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জি। শ্রীরামপুরের কালিতলা থেকে শ্রীরামপুর মাহেশ পর্যন্ত মহামিছিল করেন কল্যাণ। শ্রীরামপুরের মানুষের সঙ্গে কথা বলেন। তার মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হন। রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে কল্যাণ বলেন, ‘রাজ্যপালের উচিত পদত্যাগ করা। তার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে অভিযোগ সত্য কি মিথ্যা, সেটার তদন্ত হওয়া উচিত। রাজ্যপালও তো আইনের আওতায় পড়েন। যে ভিডিও প্রকাশ করা হয়েছে তাতে কিছুই দেখা যায়নি। বরং দেখা যাচ্ছে মহিলাটি কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছেন। কেন বেরিয়ে আসছেন? সত্যি-মিথ্যের বিষয়ে আমি যাচ্ছি না।  উনি এত বড় বড় কথা বলেন, আইনের কথা বলেন, এত মরালিটির কথা বলেন। তাহলে আজকে কেন পদত্যাগ করছেন না? একটা নিরপেক্ষ বিচার হলে উনি আবার আসতেন। অবশ্য আসতে তো আর পারবেন না। কারণ জুন মাসের পর মোদি আর থাকবে না। এমনিই রাজ্যপালকে চলে যেতে হবে’। অরবিন্দ কেজরিওয়ালের জামিন পাওয়া প্রসঙ্গেও মুখ খোলেন কল্যাণ ব্যানার্জি। বলেন, ‘নরেন্দ্র মোদি যে কতটা পক্ষপাত দুষ্ট তা বারবার প্রমাণ হয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্ট ওই কারণেই জামিন দিয়েছে যাতে কেজরিওয়াল ভোটে প্রচার করতে পারেন’।
  • Link to this news (আজকাল)