• শনিবার রাতেই শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কলকাতায় কিছু রাস্তায় করা হবে যান চলাচল নিয়ন্ত্রণ ...
    আজকাল | ১২ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শহরে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার পর নবমবারের জন্য রাজ্যে আসছেন তিনি। এবারের সফরে তিন জেলায় চারটি জনসভা করবেন প্রধানমন্ত্রী। রবিবার হুগলি, হাওড়া ও উত্তর ২৪ পরগণায় চারটি জনসভা করবেন মোদি। শনিবারই কলকাতায় চলে আসবেন তিনি। রাত্রিবাস করবেন রাজভবনে। ফলে আঁটোসাঁটো করা হচ্ছে সেখানকার নিরাপত্তা এবং সেইসঙ্গে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে শহরকে। যেহেতু এদিনই তিনি শহরে পা রাখবেন তাই বিকেলের পর থেকেই পুলিশের পক্ষ থেকে কয়েকটি রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল ৫টা ৩০ থেকে রাত ১০টা পর্যন্ত উল্টাডাঙা উড়ালপুল, ইএম বাইপাস, মা উড়ালপুল এজেসি বোস রোড উড়ালপুল ও রেড রোডে মালবাহী গাড়ি চলাচল নিয়ন্ত্রিত করা হবে।  রবিবার প্রধানমন্ত্রী তাঁর প্রথম সভা করবেন উত্তর ২৪ পরগণার ভাটপাড়ায়। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে। চুঁচুড়ায় হুগলির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে করবেন দ্বিতীয় সভা। বিজেপি সূত্রে খবর, ওই জেলার আরামবাগে বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগরের সমর্থনে পুরশুড়ায় করবেন তাঁর তৃতীয় সভা। চতুর্থ এবং ওইদিনের মতো তাঁর শেষ সভাটি হবে হাওড়ার সাঁকরাইলে। হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর সমর্থনে।
  • Link to this news (আজকাল)