• রাত ৯.১৫ মিনিটে শুরু ম্যাচ, প্রথমে ব্যাট করবে কেকেআর
    আজকাল | ১২ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অবশেষে সমর্থকদের জন্য সুখবর। বৃষ্টি থেমে গিয়েছে। মাঠে সুপার সপার চলছে। ইডেনের নিকাশি ব্যবস্থা ভাল। চারটে সুপার সপার নামিয়ে তড়িঘড়ি মাঠ শুকোনোর চেষ্টা চলছে। রাত ৯টায় টস হল। টসে জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেন হার্দিক পাণ্ডিয়া। ম্যাচ শুরু হবে রাত ৯.১৫ মিনিটে। ১৬ ওভারের ম্যাচ হবে। ৫ ওভারের পাওয়ার প্লে। একজন বোলার ৪ ওভার বল করতে পারবে। চারজন ৩ ওভার করে বল করতে পারবে। নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ৪৫ মিনিট পরে শুরু হচ্ছে ম্যাচ। আইপিএলের নিয়ম অনুযায়ী রাত ৮.৩০ মিনিটে খেলা শুরু হলেও ২০ ওভারের পুরো ম্যাচ হত। কিন্তু খেলা শুরু হতে আরও ৪৫ মিনিট দেরী হওয়ায় ম্যাচ থেকে মোট আট ওভার কেটে নেওয়া হল। তবে প্রায় দু"ঘন্টা দেরীতে খেলা শুরু হলেও ইডেন হাউসফুল। কানায় কানায় ভরা। বৃষ্টি কলকাতার ক্রিকেটপ্রেমীদের ধৈর্যচ্যুতি ঘটাতে পারেনি। শনিবারের ইডেনে অনুপস্থিত শাহরুখ খান। তবে গ্ল্যামারের খামতি নেই। রয়েছেন জুহি চাওলা। আরিয়ান, সুহানা, আব্রামও হাজির। সঙ্গে আছেন অনন্যা পাণ্ডে। কেকেআর-মুম্বইয়ের খেলা দেখতে এসেছেন ঋতুপর্ণা সেনগুপ্তও। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মের কথা মাথায় রেখে স্বাভাবিক ভাবেই রান তাড়া করার সিদ্ধান্ত নেন হার্দিক পাণ্ডিয়া। 
  • Link to this news (আজকাল)