• ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট গঠনের নির্দেশ আদালতের
    আজকাল | ১২ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে চার্জশিট গঠনের নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ভারতের কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। ছ’জন মহিলা কুস্তিগীর ব্রিজভূষণের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা আদালতে উঠলে চার্জশিট গঠনের নির্দেশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। তবে বর্তমানে বিদায়ী সাংসদের পদে রয়েছেন ব্রিজভূষণ। ২১ মে এই চার্জশিট গঠন করা হবে বলে জানা গিয়েছে। আদালতের তরফে জানানো হয়েছে বলেছে, পাঁচটি মামলায় ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট গঠনের জন্য যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে।
  • Link to this news (আজকাল)