কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা ভিজল, এ বার বৃষ্টির পূর্বাভাস দক্ষিণের আরও চার জেলায়
আনন্দবাজার | ১২ মে ২০২৪
কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হয়েছে। এ বার দক্ষিণবঙ্গের আরও চার জেলায় আগামী কয়েক ঘণ্টায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। ভিজতে পারে নদিয়া, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান।
শনিবার দুপুর ১টা ৪৯ মিনিটে হাওয়া অফিসের যে বুলেটিন, তাতে বলা হয়েছে, আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে নদিয়া এবং পূর্ব বর্ধমানের কিছু এলাকা। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই দুই জেলায়।
দুপুর ২টো নাগাদ আলিপুর আবহাওয়া দফতর আবার একটি বুলেটিন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে হাওড়া এবং হুগলিতেও। এই দুই জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। জারি করা হয়েছে কমলা সতর্কতা। বজ্রপাতের সময়ে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে কলকাতা এবং দুই ২৪ পরগনাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। সেই অনুযায়ী কলকাতায় হালকা বৃষ্টি হয়েছে। পার্শ্ববর্তী এলাকাও ভিজেছে। পরে বৃষ্টি থামলেও আকাশের মুখ ভার। ফলে আবার বৃষ্টির সম্ভাবনা রয়ে গিয়েছে।
কলকাতা-সহ রাজ্যের সর্বত্রই আগামী সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছেন আবহবিদেরা। বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি পরিমাণ। তবে শনিবার দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় কালবৈশাখীর পূর্বাভাস ছিল। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়ায় শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।