• ইউক্রেনকে আরও ৪০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিচ্ছে আমেরিকা...
    আজকাল | ১২ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দুবছর পেরিয়ে তিন বছরে পড়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেনের দক্ষিণ ও পূর্বদিকের অঞ্চলগুলিতে ব্যাপক অভিযান চালিয়েছে রাশিয়া। হামলা চালিয়েছে উত্তর-পূর্বাঞ্চলের শহরগুলোতেও। দীর্ঘ সময় ধরে লড়াই করার পর এবার অস্ত্র ভাণ্ডারে টান পড়েছে ইউক্রেনের। ফলে ঠেকানো যাচ্ছে না পুতিন-বাহিনীর হামলা। এই পরিস্থিতিতে ফের ইউক্রেনের পাশে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকা ইউক্রেনের জন্য নতুন ৪০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। এই প্যাকেজে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, উচ্চ গতিশীল আর্টিলারি রকেট সিস্টেম, গোলাবারুদ সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র রয়েছে। থাকছে প্রায় দেড় কোটি গোলাগুলিও। একই সঙ্গে সাঁজোয়া গাড়ি, শক্তিশালী জাভেলিন মিসাইল, বিপুল পরিমাণ গ্রেনেডও দিচ্ছে আমেরিকা। 
  • Link to this news (আজকাল)