• মোদির জনসভার আগে সন্দেশখালির গঙ্গাধরের নয়া ভিডিও ফাঁস, অস্বস্তিতে বিজেপি ...
    আজকাল | ১২ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার পরপর ৪টি জনসভা রয়েছে তাঁর। শনিবার রাতে মোদি কলকাতায় পৌঁছনোর পরেই সন্দেশখালির ২ ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের আরেকটি ভিডিও ফাঁস হল। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। ৪৬ মিনিট ৭ সেকেন্ডের নতুন ভিডিওতে গঙ্গাধরকে বলতে শোনা গেছে, আন্দোলনকারী মহিলাদের নাম, তাঁদের ফোন নম্বর, আন্দোলন জারি রাখতে মোবাইল, মদ ও অন্যান্য আগ্নেয়াস্ত্র সন্দেশখালিতে পাঠানোর কথা। ভাইরাল দ্বিতীয় ভিডিওতে গঙ্গাধরের মুখে ফের শুভেন্দু অধিকারীর নাম শোনা গিয়েছে। বিজেপির মণ্ডল সভাপতি স্পষ্ট বলেন, শুভেন্দু অধিকারী টাকা, মোবাইল দিয়েছেন বলেই সন্দেশখালির আন্দোলন হয়েছে। আন্দোলনের জন্য ৭২ জন মহিলাকে প্রথম দফায় ২ হাজার টাকা করে দেওয়া হয়েছে। আন্দোলন জারি রাখতে আরও কত টাকা, মদ, ফোন প্রয়োজন তাও বলতে শোনা গিয়েছে তাঁকে। গঙ্গাধরের মুখে বারবার শুভেন্দুর নাম। বলাই বাহুল্য, মোদির বঙ্গ সফরের মাঝে বেজায় অস্বস্তিতে পড়েছে রাজ্য বিজেপি। প্রথম ভিডিওটি ফাঁস হওয়ার পর সেটি ভুয়ো এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন গঙ্গাধর কয়াল। সেই মামলার শুনানির আগে চাঞ্চল্যকর আরও একটি ভিডিও ঘিরে শোরগোল শুরু হল।
  • Link to this news (আজকাল)