• রকেট ইঞ্জিনের নতুন তরলের সফল পরীক্ষা করল ইসরো
    আজকাল | ১৩ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং প্রযুক্তির সাহয্যে নির্মিত নতুন তরল রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা করেছে। তামিলনাড়ুর মহেন্দ্রগিরি ইসরো প্রপালসন কমপ্লেক্সে গত শুক্রবার এই পরীক্ষা চালানো হয়। নতুন এই পি এস ফোর ইঞ্জিনে যন্ত্রাংশের সংখ্যা ১৪ থেকে কমিয়ে ১ করা হয়েছে। এর ফলে ইঞ্জিন প্রতি উৎপাদনের সময় ৬০ শতাংশ কমবে।
  • Link to this news (আজকাল)