• বিএসএফের বড় সাফল্য, ভারত-বাংলাদেশ সীমান্তে কোটি টাকার সোনা বাজেয়াপ্ত ...
    আজকাল | ১৩ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : চতুর্থ দফা ভোটের আগে বড় সফলতা বিএসএফের। বর্ডার পোস্ট হালদারপাদা, দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে ৩২ ব্যাটালিয়নের জওয়ানরা নদিয়া জেলার আন্তর্জাতিক সীমান্তে চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করে এবং ২৬ টি সোনার বিস্কুট আটক করে। চোরাকারবারীরা এই সোনার বিস্কুটগুলি বাংলাদেশ থেকে ভারতে পাচার করার চেষ্টা করছিল। বাজেয়াপ্ত করা সোনার বিস্কুটের ওজন ৩.২০৮ কেজি এবং আনুমানিক মূল্য ২ কোটি টাকার বেশি।বিএসএফ,দক্ষিণ বঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা ডিআইজি এ.কে.আর্য এই ঘটনায় আনন্দ প্রকাশ করেন। তিনি আরও বলেন, চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি সীমান্তে বসবাসকারী লোকদের কাছে আবেদন করেছিলেন যে তাঁরা যদি সোনা চোরাচালান সম্পর্কিত কোনও তথ্য পান তবে তাঁরা বিএসএফের বর্ডার সাথী হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন এবং ১৪৪১৯ নম্বরে বিএসএফকে তথ্য দিতে পারেন। সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার আরও একটি ৯৯০৩৪৭২২২৭ নম্বর জারি করেছে যাতে সোনা চোরাচালান সংক্রান্ত হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজ পাঠানো যায়। সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে এবং পরিচয় গোপন রাখা হবে।
  • Link to this news (আজকাল)