• সমাজ মাধ্যমে নৃশংস ভিডিও প্রকাশের জের, মুর্শিদাবাদে ২ নাবালক আটক, গ্রেপ্তার ১ যুবক...
    আজকাল | ১৩ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : একটি জনপ্রিয় সমাজ মাধ্যমে নৃশংস ভিডিও পোস্ট করে নিজেদের এলাকায় খ্যাতি পেতে গিয়ে জেলে যেতে হল এক যুবককে, পুলিসের হাতে আটক হল দুই নাবালক । ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, ১৪ এপ্রিল জনৈক সৌমেন চৌধুরী নামে এক ব্যক্তির ইনস্টাগ্রাম একাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেই ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে এক নাবালক একটি মুরগির বাচ্চাকে ধরে জীবন্ত অবস্থায় তাঁকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সমাজ মাধ্যমে ওই নৃশংস ভিডিও দেখার পর শোরগোল পড়ে যায় জাতীয় স্তরে। ভিডিওতে দেখতে পাওয়া যাওয়া নাবালকের গ্রেফতারির দাবি জানিয়ে সম্প্রতি দিল্লি এবং মুম্বইতে আন্দোলনে শরিক হয়েছিলেন প্রাণী সুরক্ষা নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংস্থার কয়েকশো সদস্য ।পুলিশ সূত্রে খবর, এরপরই ওই স্বেচ্ছাসেবী সংস্থা তরফ থেকে খোঁজ শুরু হয় কোথা থেকে এই ভিডিও পোস্ট করা হয়েছে এবং এই ভিডিও কারা তৈরি করেছে সেই বিষয়ে যাবতীয় তথ্য জানার। পুলিশ সূত্রে খবর, প্রায় ১ মাস ধরে সন্ধান চালানোর পর ওই সংস্থার সদস্যরা জানতে পারেন ভিডিওটি তৈরি এবং পোস্ট দুটোই করা হয়েছিল মুর্শিদাবাদের সুতি থানা এলাকা থেকে। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন,"শনিবার "পেটা ইন্ডিয়া"-র এক কর্মী এই ধরনের নৃশংস ভিডিও তৈরি এবং তা পোস্ট করার জন্য সুতি থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনা তদন্ত শুরু করার ৪ ঘন্টার মধ্যে পুলিশ জানতে পারে গোটা ভিডিওটি আমজাদ আলি নামে এক বছর পয়ত্রিশের যুবকের নির্দেশে মহিষাইল গ্রামের আরও ২ নাবালক তৈরি করেছিল।"সুতি থানার পুলিশ এই যুবকদের ডিজিটাল আইডি ট্র্যাক করে শনিবার রাতে মহিষাইল গ্রামে অভিযান চালায়। আমজাদকে গ্রেপ্তার করার পাশাপাশি দুই নাবালককে আটক করেছে পুলিশ ।ধৃতদের বিরুদ্ধে আইটি আইন এবং আরও একাধিক ধারাতে মামলা রুজু করেছে পুলিশ। রবিবার আমজাদকে আদালতে পেশ করা হয়েছে। আটক দুই নাবালককে বহরমপুর জুভেনাইল জাস্টিস বোর্ডে হাজির করানো হচ্ছে।
  • Link to this news (আজকাল)