• গাড়ি আছে, আছে বাড়ি, বিপুল দেনায় ডুবে সায়নী, কত সম্পত্তি তৃণমূল প্রার্থীর?
    প্রতিদিন | ১৩ মে ২০২৪
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয় থেকে রাজনীতির ময়দানে পা রাখেন সায়নী ঘোষ। একুশের বিধানসভা নির্বাচনে ভোটে লড়েছিলেন। তবে জিততে পারেননি। তা সত্ত্বেও মাঠে ময়দানে নেমে দলের হয়ে সুর চড়াতে বার বার দেখা গিয়েছে তৃণমূলের তারকা প্রার্থীকে। সেই সায়নী ঘোষই এবার লোকসভা নির্বাচনে যাদবপুরের তৃণমূল প্রার্থী। মনোনয়ন জমা দিয়েছেন। নিজের স্থাবর, অস্থাবর সম্পত্তিরও হিসাব দিয়েছেন সায়নী।

    অভিনয়ই মূল আয়ের উৎস সায়নী ঘোষের। কমিশনে জমা দেওয়া তথ্য অনুযায়ী, গত অর্থবর্ষে (২০২২-২৩) তাঁর আয় ৪ লক্ষ ৭১ হাজার ৪৯০। বেশ কয়েকটি ব্যাঙ্কে অ্যাকাউন্টে অ্যাকাউন্ট রয়েছে তাঁর। HDFC ব্যাঙ্কের যোধপুর শাখার অ্যাকাউন্টে ৪ লক্ষ ৫১৪ টাকা রয়েছে। ওই ব্যাঙ্কেরই গোলপার্ক শাখায় দুটি অ্যাকাউন্ট রয়েছে। একটি নিজের এবং অপরটি তাঁর প্রয়াত মায়ের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট। নিজের অ্যাকাউন্টে ৫১ হাজার ১৪১ টাকা রয়েছে।

    জয়েন্ট অ্যাকাউন্টটিতে রয়েছে ১২ হাজার ৭৩৭ টাকা। প্রয়াত মায়ের সঙ্গে ইউকো ব্যাঙ্কের শরৎ বোস রোড শাখায় আরেকটি জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে। তাতে এই মুহূর্তে ৬৩ হাজার ৯১১ টাকা রয়েছে। নির্বাচনী খরচ হিসাবে HDFC ব্যাঙ্কের গোলপার্ক শাখার অ্যাকাউন্টে ১০ হাজার টাকা রয়েছে। ওই ব্যাঙ্কের ১ লক্ষ ৪০ হাজার টাকার দুটি আরডি রয়েছে। HDFC ব্যাঙ্কের যোধপুর পার্কের শাখায় ১ লক্ষ ৭৫ হাজার টাকা রয়েছে।

    একাধিক লাইফ ইন্সিওরেন্স রয়েছে সায়নীর। একটিতে বছরে ৩ হাজার ১৫৭ টাকা করে বছরে প্রিমিয়াম জমা দেন। তা থেকে ৫০ হাজার টাকা ফেরত পাওয়ার কথা তাঁর। আরেকটিতে বছরে ৮ হাজার ৮৩৪ হাজার জমা দেন। ওই লাইফ ইন্সিওরেন্স প্ল্যান থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা ফেরত পাওয়ার কথা। বাকি দুটি এলআইসিতে বছরে যথাক্রমে ৫ লক্ষ এবং ৫ লক্ষ ৭৮ হাজার ৯৮০ টাকা ফেরত পাওয়ার কথা তৃণমূলের তারকা প্রার্থীর। সায়নী হোন্ডা জ্যাজ গাড়ি ব্যবহার করেন। যার বাজারদর বর্তমানে ৬ লক্ষ ৭৭ হাজার ৬৩৯ টাকা।

    সোনা যদিও খুব বেশি নেই সায়নীর। মাত্র ৮ গ্রাম সোনার মালিক তিনি। বর্তমানে যার বাজারদর ৫৮ হাজার ৫০০ টাকা। সবমিলিয়ে জমা দেওয়া তথ্য অনুযায়ী ২৯ লক্ষ ২৫ হাজার ৪৬২ টাকা ৩১ পয়সার অস্থাবর সম্পত্তির মালিক সায়নী। গলফ গ্রিন এলাকার বাসিন্দা সায়নী। সেখানে ১ হাজার বর্গফুটের ফ্ল্যাটে থাকেন তিনি। যার বাজারদর ৬২ লক্ষ ৬৪ হাজার টাকা। ৫৯ লক্ষ ৮৫ হাজার ৭১৬ হাজার গৃহঋণ রয়েছে। আগামী ১ জুন যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোট। প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে সায়নী জয়ের হাসি হাসতে পারেন কিনা, সেটাই দেখার।
  • Link to this news (প্রতিদিন)