• স্কুলের পর দিল্লি বিমানবন্দর, হাসপাতালে বোমা-হুমকি
    আজকাল | ১৩ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: স্কুলের পর এবার হাসপাতাল, বিমানবন্দরে বোমা হুমকি। ঘটনাস্থল সেই দেশের রাজধানী। ১ মে হুমকি মেলে বোমা মারে স্কুল উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। বলা হয়েছিল, স্কুল প্রাঙ্গণেই মজুত করা রয়েছে বোমা। এবার দেশের রাজধানীর বেশ কয়েকটি হাসপাতাল এবং দিল্লি বিমানবন্দরে রবিবার ইমেলের মাধ্যমে বোমার হুমকি দেওয়া হয়েছে বলে খবর সূত্রের। দুপুর ৩.১৫ নাগাদ বুরারি হাসপাতাল প্রথম এই হুমকি পায়। খবর পেয়েই তৎক্ষণাৎ স্থানীয় পুলিশ, বম্ব স্কোয়াড পৌঁছয় ঘটনাস্থলে। বিকেল সাড়ে ৪টা নাগাদ। হুমকি পায় সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতাল। পুলিশ জানিয়েছে, মোট ৮টি হাসপাতাল এই বোমা হুমকি পেয়েছে। দিল্লি ফায়ার সার্ভিস প্রধান জানিয়েছেন, সন্ধে ৬.১৫ নাগাদ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে বোমা হুমকি মেল আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি নিয়ন্ত্রণে হাজির হয় সংশ্লিষ্ট সকল সংস্থা।
  • Link to this news (আজকাল)