• '৪০০ পার শুধুই স্লোগান নয়, বাস্তবেই হচ্ছে দেখতে পাচ্ছি,' বললেন মোদী
    আজ তক | ১৩ মে ২০২৪
  • লোকসভা নির্বাচনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত সাক্ষাৎকার নিয়েছে ইন্ডিয়া টুডে টিভি। মুদ্রাস্ফীতি থেকে কর্মসংস্থান সব বিষয়েই কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেন, ১৪০ কোটি দেশবাসী এই নির্বাচনের কেন্দ্রবিন্দু। এটাই গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি। সেইসঙ্গে  কৃষক, নারী, যুবক, বিশেষ করে প্রথমবারের মতো ভোটারদের মধ্যে ব্যাপক প্রভাব তৈরি হচ্ছে। এই মানুষগুলো ইতিবাচক ও নির্ধারকভাবে ভোট দিচ্ছে। তিন ধাপের পর, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে ৪০০ পার হওয়া স্লোগান নয়, বাস্তবে দৃশ্যমান হচ্ছে। প্রথম তিন ধাপেই  বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। সবাই আরও ভোট দেবে এবং বিজেপি এবং এনডিএ শক্তিশালী সরকার গঠন করবে।

    কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দাবির জবাবও  দিলেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী বলেন, এখন পর্যন্ত তিনি বলছিলেন বিজেপি ৪০০ পার করতে পারবে না। আমি তার আলোচনাকে স্বাগত জানাই। আমরা মনে করি আমরা ৪০০ অতিক্রম করব। যতদূর প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে, তার ২০১৩, ২০১৪, ২০১৯-এর বক্তৃতা শুনুন। তার এবং আমার দাবিগুলিও দেখুন। আমিই প্রথম বলেছিলাম তাদের সবচেয়ে বড় নেতা এবার নির্বাচনে লড়বেন না। তা সত্য প্রমাণিত হয় এবং তিনি রাজ্যসভা থেকে সংসদে পৌঁছান। আমি বলেছিলাম যে তিনি ওয়েনাড থেকে লড়বেন এবং ভোট দেওয়ার পরে অন্য আসন খুঁজবেন।

    'একজন চা বিক্রেতার ছেলে কীভাবে প্রধানমন্ত্রী হতে পারে...?'
    প্রধানমন্ত্রী মোদী বলেন, আমি বলি যে আমেঠি থেকে নির্বাচনে লড়ার মতো শক্তি তাঁর নেই। আমি এ পর্যন্ত যা বলেছি সবই সত্য বলে প্রমাণিত হয়েছে। অন্যদিক  থেকে তার দিকে তাকালে সে বলে, আমি কথা বললে ভূমিকম্প হবে। সংসদে  ভূমিকম্প হয়নি। তার মনে প্রশ্ন  আছে যে, একজন চা বিক্রেতার ছেলে কীভাবে প্রধানমন্ত্রী হবে? তাঁর মাথায়  এটাও ভরে গেছে যে এই ব্যক্তি যদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হন তাহলে ইন্দিরাজির নামও থাকবে না। নেহেরুজির সমকক্ষ হবে। তিনি সবকিছুতেই পরিবার দেখেন। তার পরিবারের আগে আর কিছু নেই। এদেশে এমন কোনো ঘটনা ঘটবে না, যার কারণে তার পরিবারের একজনকেও অপমানিত হোন। তিনি রাফালে ইস্যুটিও তুলছিলেন কারণ তিনি বোফর্সকে ধুয়ে ফেলতে চেয়েছিলেন। তিনি রাফালে আগ্রহী ছিলেন না, বরং তিনি বোফর্সকে ধুয়ে ফেলতে চেয়েছিলেন। পাপ ধুয়ে ফেলতে চেয়েছিলেন। তার মনে দেশ নেই, সমাজ নেই।

    'কংগ্রেস সেনাবাহিনীর মানহানি করেছে'
    বিরোধীদের  সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন করা নিয়ে  প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, কংগ্রেসের মন বুঝুন। যারা এদেশের সেনাপ্রধানকে রাস্তার গুন্ডা বলেছেন। তাদের আমলে সেনাবাহিনীকে দুর্বল করার কাজ চলে। আমার মনে হয়, ১৯৬২ সালের যুদ্ধে দেশের দুর্দশার কারণে এবং নেহরুজির ওপর ব্যর্থতার বিশাল কলঙ্কের কারণে তার মনে এই অনুভূতি জাগে যে, সেনাবাহিনীর কারণে নেহরুজি কুখ্যাত হয়েছেন। তখন থেকেই সেনাবাহিনীর প্রতি তার ঘৃণা। সেই ক্ষোভ এখনও প্রকাশ পাচ্ছে। এই পরিবারটি ১৯৪২  সালে নেহরুজির ব্যর্থতার ভারে চাপা পড়ে আছে।
  • Link to this news (আজ তক)