• যোগেশচন্দ্র কলেজে বহিরাগতদের আনাগোনার অভিযোগ করলেন অধ্যক্ষ...
    আজকাল | ১৩ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : বহিরাগতদের জেরে কাজ করতে না পারার অভিযোগ করলেন যোগেশচন্দ্র চৌধুরী কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুমার রায়। ফলে নিজের ঘর ছেড়ে বাইরে বসে কাজ করছেন তিনি। একটি চেয়ার নিয়ে এসে হাতে পোস্টার নিয়ে প্রতিবাদ দেখান তিনি। বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ও অভিযোগও জানিয়েছেন অধ্যক্ষ। তিনি বলেন, একটা সময় পর্যন্ত অপেক্ষা করব, তাতেও যদি মীমাংসা না হয় তাহলে পরবর্তী কর্মসূচি নেব। অধ্যক্ষ পঙ্কজ কুমার রায়ের অভিযোগ, দায়িত্ব গ্রহণ করার পর থেকেই একাধিকবার তাঁকে কাজ করতে দেওয়া হচ্ছে না। কলেজের বহু বহিরাগত ছাত্রদের উপস্থিতি হচ্ছে। তাঁর আরও অভিযোগ কিছু কলেজের ছাত্র যারা সারা বছর ক্লাস করতে আসে না তাঁরাও মাঝে মধ্যে কলেজ এসে ঝামেলা করছে।" কি ধরনের হেনস্থা করা হচ্ছে সে কথাও জানান অধ্যক্ষ। তিনি বলেন, এখন কলেজে ভর্তির প্রক্রিয়া চলছে সেখানে অথবা কোনও অনুষ্ঠানে কলেজের টাকা পয়সা নিয়ে সমস্যা তৈরি করা হয়েছে। প্রতিবাদ করতে গেলে বিভিন্নভাবে তাঁকে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ। বিষয়টি নিয়ে অধ্যক্ষ ইতিমধ্যেই এফ আই আর দায়ের করেছেন। আচার্যকেও নিজের সমস্যার কথা জানিয়েছেন তিনি। সম্পূর্ণ বিষয়টি মেলের মাধ্যমে সিপি ও হোম সেক্রেটারিকেও জানিয়েছেন তিনি। 
  • Link to this news (আজকাল)